ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

আট বছরে এসে প্রথম অ্যালবাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৫
আট বছরে এসে প্রথম অ্যালবাম

ব্যান্ডের নাম ‘প্লাজমিক নক’। ২০০৭ সালে গড়ে ওঠে এটি।

এতোদিন পরে এসে ব্যান্ডটি বের করতে যাচ্ছে তাদের প্রথম অ্যালবাম। যদিও এর আগে দু’একটি মিশ্র অ্যালবামে ছিলো তাদের গান। কিন্তু পূর্ণাঙ্গ বলতে গেলে এটিই প্রথম।

অ্যালবামের নাম ‘মৃত সভ্যতা’। এতে গান থাকছে ৮টি। শিরোনাম ‘পূর্ণগ্রহণ’, ‘মাদক না’, ‘ডেথ মুনলাইট’, ‘ওদের গল্প’, ‘প্রার্থনায় তুমি’, ‘বন্দি গণতন্ত্র’, ‘অ্যাপারেন্ট নাইটমেয়ার’ ও ‘মৃত সভ্যতা’। গানের বিষয় নিয়ে প্রথমেই বেশ সচেতন প্লাজমিক নক। হেভি মেটালের সঙ্গে মেলোডির ছোঁয়া, কথায় সাম্প্রতিক বাংলাদেশের বিভিন্ন সমস্যা-সংকট- এসব মিলিয়েই তাদের গান।

ব্যান্ডটির ভোকাল জিসান বাংলানিউজকে জানালেন, ‘মৃত সভ্যতা’ বাজারে আসবে আগামী ১২ সেপ্টেম্বর। ওইদিন সন্ধ্যায় মোড়ক উন্মোচনের আয়োজন করেছেন তারা। এটি বাজারে আনছে ইনকারশন মিউজিক।

‘প্লাজমিক নক’ ব্যান্ডের লাইনআপ: জিসান (ভোকাল), আদিল (গিটার), ফারহাদ (গিটার), সানি (ড্রামস) ও শাহরিয়ার (বেজ)।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।