ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘কোনো বিজ্ঞাপন বিরতি থাকবে না’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
‘কোনো বিজ্ঞাপন বিরতি থাকবে না’

ঈদুল আজহার অনুষ্ঠানমালায় যেসব অনুষ্ঠান প্রচার হবে তাতে কোনো বিজ্ঞাপন বিরতি থাকবে না। এমনই সিদ্ধান্ত নিয়েছে জিটিভি।

চ্যানেলটি তাই তাদের এবারের ঈদের স্লোগান রেখেছে ‘স্বপ্নের আয়োজন বিরতিহীন বিনোদন’।

আজ (১০ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন জিটিভির প্রধান উপদেষ্টা মুস্তাফিজুর রহমান।

নয় মাস দর্শক জরিপ চালিয়ে বিজ্ঞাপন বিরতিহীন অনুষ্ঠান দেখানোর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন চ্যানেলটির ভাইস চেয়ারম্যান গাজী গোলাম আশরিয়া ও  ব্যবস্থাপনা পরিচালক আমান আশরাফ ফায়েজ।

সপ্তাহব্যাপী ঈদ আয়োজনে প্রতিদিন বিকেল সাড়ে ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত নাটক, টেলিছবি, ম্যাগাজিন অনুষ্ঠান, সংগীতানুষ্ঠান, সেলিব্রেটি টক শো- প্রতিটি অনুষ্ঠানই প্রচারিত হবে বিজ্ঞাপন বিরতিহীন।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
কেবিএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।