ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

মেয়েটির নাম অ্যাগনেস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
মেয়েটির নাম অ্যাগনেস

বয়স বছর চার-পাঁচ। ফুটফুটে চঞ্চল মেয়ে।

থাকে শুভর পাশের ফ্ল্যাটে। বাবা-মায়ের সঙ্গে। দরজা খোলা পেয়ে অ্যাগনেস ঢুকে পড়ে শুভর বাসায়। তার নাম শুনে শুভ হারিয়ে যায় স্মৃতির অলিগলিতে। পুরনো দিনগুলোয়। কাহিনী ‘অ্যাগনেস’ নাটকের।

শুভ চরিত্রে আছেন ইন্তেখাব দিনার। পরিচালক রাকেশ বসু। তিনি জানাচ্ছেন, বিশ্ববিদ্যালয়ে শুভ মানে ইন্তেখাব দিনারের সঙ্গে সম্পর্ক ছিলো মোনার। তাকে নতুন নতুন নামে ডাকতো শুভ। কখনও লিসা, কখনও অ্যাগনেস। একা, নিঃসঙ্গ শুভর দিন আবার উজ্জ্বল হয় অ্যাগনেসের সঙ্গে গল্প করে, আড্ডা দিয়ে। তারপর আবারও কাহিনীতে ঢুকে পড়ে বিরহ।

নাটকে মোনা চরিত্রে আছেন সানজিদা প্রীতি। আরও অভিনয় করেছেন মাজনুন মিজান, পাপিয়া সরকার ও শিশুশিল্পী অ্যাগনেসের চরিত্রে শ্রেষ্ঠা। ‘অ্যাগনেস’ লিখেছেন মজুমদার বিপ্লব। পরিচালক জানিয়েছেন, একুশে টিভিতে ঈদের দিন রাত ৭টা ২০ মিনিটে প্রচার হবে নাটকটি।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
কেবিএন/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।