ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

হীরালাল সেনকে স্মরণ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৫
হীরালাল সেনকে স্মরণ

উপমহাদেশের প্রথম চলচ্চিত্রকার ও বিজ্ঞাপনচিত্র নির্মাতা হীরালাল সেন (১৮৬৬—১৯১৭)। ভারতের প্রথম রাজনীতিক ছবিও তিনিই বানিয়েছিলেন।

১৯১৭ সালে এক অগ্নিকাণ্ডে তার তৈরি সকল চলচ্চিত্র নষ্ট হয়ে যায়। এই কৃতী মানুষের সম্মানে ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব বাংলাদেশ আয়োজন করেছে ‘হীরালাল সেন স্মারক বক্তৃতা ২০১৫’।

আয়োজকরা জানান, এবারের বক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক নাদির জুনাইদ। বক্তৃতার বিষয় ‘চলচ্চিত্রে প্রতিবাদ এবং নির্মাণশৈলীর নতুনত্ব: বাংলাদেশের রাজনৈতিক চলচ্চিত্র’। ১০ অক্টোবর বিকেল ৫ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার কনফারেন্স কক্ষে এই বক্তৃতা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন চলচ্চিত্র সংসদকর্মী মাহবুব জামিল ও চলচ্চিত্রকার সৈয়দ সালাহউদ্দিন জাকী। সঞ্চালনা করবেন বেলায়াত হোসেন মামুন, সভাপতিত্ব করবেন মুনিরা মোরশেদ।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৫
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।