ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

প্রেমের জয়া, সংগ্রামের জয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
প্রেমের জয়া, সংগ্রামের জয়া ‌'‌রাজকাহিনী'তে জয়া আহসান

‘রাজকাহিনী’ থেকে একঝলক। যে পুরনো বাড়িটাকে ঘিরে গল্পের জার্নি, সেটির অন্দরমহল।

জয়া আহসান রাগী মেজাজ নিয়ে, শরীর দুলিয়ে ছোটার মতো করে হেঁটে আসছেন। গায়ে জড়ানো শাড়ি, গামছা।

সৃজিত মুখার্জির ‘রাজকাহিনী’তে জয়া অভিনয় করেছেন রুবিনা চরিত্রে। এটিরই একঝলক প্রকাশিত হলো সম্প্রতি। ১২ সেকেন্ড, পাঁচটি দৃশ্যের টুকরো অংশ; এতেই ধরা পড়লো জয়ার অভিনয়ের গভীরতা, চরিত্রের বৈচিত্র। রুদ্রনীলের মুখের কাছাকাছি ঝুঁকে, যখন গালে হাত বুলিয়ে দিচ্ছেন, বলছেন, আমি তোমার রুবিনা; এ জয়া প্রেমিকা। কিন্তু ‘প্রেমিকা জয়া’র হাতেও উঠে আসে বন্দুক। তীব্র চিৎকারে, ধারালো অস্ত্রে মুন্ডু নামিয়ে আনে এককোপে।

ছবিটিতে জয়ার যে চরিত্র, সেই রুবিনা মূলত নদীয়ার মেয়ে। বিভিন্ন সংগ্রাম-জটিলতা পেরিয়ে শেষমেষ ঠাঁই মিলেছে পতিতালয়ে। ১৯৪৭ সালের দেশভাগ নিয়ে নির্মিত সৃজিত মুখার্জির এ ছবিটি মুক্তি পাবে ১৬ অক্টোবর। বাংলাদেশেও এটি মুক্তি দেওয়ার ব্যাপারে কথাবার্তা চলছে। এছাড়া বলিউডে ছবিটির হিন্দি রিমেকের ব্যাপারে ঘোষণা এসেছে ক’দিন আগে। সেটিও পরিচালনা করবেন সৃজিত।

ভিডিওতে জয়া আহসানের একঝলক:


বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
কেবিএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।