ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

গল্পের নায়ক আবুল হায়াত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
গল্পের নায়ক আবুল হায়াত আবুল হায়াত

হয়তো বাবা, চাচা, নয়তো অফিসের বস; ঘুরেফিরে এসব চরিত্রেই আবুল হায়াতকে বেশি দেখা যায়। এ নিয়ে তার নিজেরও দুঃখ আছে।

বিভিন্ন সময় গল্পচ্ছলে বলেনও আক্ষেপের কথা। আবুল হায়াতকে গতানুগতিক চরিত্র থেকে বের করে আনলেন পরিচালক আমিরুল ইসলাম অরুণ। লিখলেন ‘জয়েনুদ্দীনের একফালি রুটি’। সে গল্পে আবুল হায়াতই নায়ক। তিনিই জয়েনুদ্দীন।

হোল্ডিং কোম্পানিতে চাকরি। আছে স্ত্রী, প্রাপ্তবয়স্ক ছেলে। একটা বাড়িও আছে জয়েনুদ্দীনের। সে বাড়ির প্রতি প্রচন্ড মায়া তার। ডেভেলপার কোম্পানির মালিক তার বাড়িটা নিতে চায়। বেঁকে বসে জয়েনুদ্দীন। পেছনে সন্ত্রাসী লাগে। শুরু হয় বাড়িটিকে ঘিরে জয়েনুদ্দীনের একার সংগ্রাম।

পরিচালক আমিরুল ইসলাম অরুণ বলছিলেন, ‘এটি মুক্তিযুদ্ধের গল্প। যে বাড়িটিতে জয়েনুদ্দীন থাকে, সেটি একাত্তরে মুক্তিযোদ্ধাদের আশ্রয়স্থল ছিলো। বাড়িটিকে তাই সে দেশ ভাবে। ’

‘জয়েনুদ্দীনের একফালি রুটি’তে আরও অভিনয় করেছেন তৌকীর হাসান, রিনি হাবিবা, শেলি আহসান, কচি খন্দকার প্রমুখ। শিগগিরই মাছরাঙা টিভিতে প্রচার হবে নাটকটি।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
কেবিএন/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।