ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

ঘাসফড়িং কয়ারের কণ্ঠে একগুচ্ছ অর্ণব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
ঘাসফড়িং কয়ারের কণ্ঠে একগুচ্ছ অর্ণব

‘মুহূর্ত কেন এতো বড়’, ‘তুমি কি আর মেঘের কাছে চিঠি পাঠাও’, ‘আধখানা চাঁদ’, ‘হারিয়ে যাওয়ার নিয়ম নেই এখানে’- অর্ণবের সুরে, সংগীতে, গায়কীতে গানগুলো এখনও সমান শ্রোতাপ্রিয়। এগুলোই আবার নতুন করে সামনে এনেছে গানের দল ঘাসফড়িং কয়ার।

সম্প্রতি ভিডিওটি প্রকাশও করেছে তারা।

প্রায় সাত মিনিটের এ লাইভ জ্যামে স্থান পেয়েছে চারটি গান। ঘাসফড়িং কয়ারের আরমিন মূসা জানিয়েছেন, এটি তাদের প্রথম দলীয় ভিডিও। অর্ণব ও সাহানা বাজপেয়ীর সৃষ্টিকর্মের প্রতি গানগুলো ট্রিবিউট করেছেন তারা।

ঘাসফড়িং কয়ার দলীয়ভাবে গান করে। দলটি প্রতিষ্ঠিত হয় এ বছরের জানুয়ারিতে। আরমিন মূসা ছাড়াও অন্য সদস্যদের মধ্যে আছেন আশনা, আরিবা, লামিয়া, সাদিয়া, সামিরা, রাশনাফ, উল্লাস প্রমুখ।

ঘাসফড়িং কয়ারের গানের ভিডিও:



বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
কেবিএন/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।