ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

আব্বাসউদ্দীন আহমদের দুই প্রজন্ম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
আব্বাসউদ্দীন আহমদের দুই প্রজন্ম

বাংলা লোকসঙ্গীতের অন্যতম প্রধান গায়ক আব্বাস উদ্দীন আহমদ। ১৯০১ সালের ২৭ অক্টোবর ভারতের কোচবিহার রাজ্যের বলরামপুরে জন্মগ্রহণ করেন তিনি।

আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) বাংলার বুলবুল নামে খ্যাত ভাওয়াইয়া গানের অমর এই শিল্পীর ১১৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে তার কন্যা ফেরদৌসী রহমান ও নাতনি নাশিদ কামাল অংশ নিয়েছেন একটি অনুষ্ঠানে।

এর নাম ‘বটবৃক্ষের ছায়া’। বৈঠকী গান, স্মৃতিচারণ আর প্রতিবেদন নিয়ে সাজানো এ অনুষ্ঠানে গাইবেন ফেরদৌসী রহমান ও ড. নাশিদ কামাল। এ ছাড়াও থাকছে মোস্তাফিজুর রহমান, সালমা মোস্তাফিজ, সাহস মোস্তাফিজ এবং সম্মেলক দলের পরিবেশনায় গান।

গাওয়ার পাশাপাশি অনুষ্ঠানটি উপস্থাপনাও করেছেন ড. নাশিদ কামাল। ‘বটবৃক্ষের ছায়া’ প্রচার হবে ২৭ অক্টোবর বিকেল ৩টা ১০ মিনিটে, এটিএন বাংলার পর্দায়।

বাংলাদেশ সময় : ১৪৪৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।