ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

বিনোদন

কিশোর-ঐশীর গানে মাতবে চিটাগাং ভাইকিংস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
কিশোর-ঐশীর গানে মাতবে চিটাগাং ভাইকিংস কিশোর ও ঐশী

জনপ্রিয় সংগীতশিল্পী কিশোর দাস ও নবাগত শিল্পী ঐশী গেয়েছেন ক্রিকেটের গান। আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লীগে অংশ নিচ্ছে চিটাগাং ভাইকিংস।

সেই দলের থিম সং গেয়েছেন তারা। গতকাল বুধবার(২৮ অক্টোবর) সন্ধ্যায় মজবাজারের কম্পোজস্ট্যান্ড স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়।

গানের শুরুর কথা এরকম- ‘ধুম ধারাক্কা ধুম ধুম, ধুমধারাক্কা ধুম ধুম, ধুমধারাক্কা ধুম ধুম ধুম/চিটাগাং ভাইকিংস এবার ভাঙাবে সবার ঘুম, ধুমধারাক্কা ধুম ধুম ধুম’। এটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন ইমন সাহা।

গানটি প্রসঙ্গে কিশোর দাস বলেন, ‘আমি নিজে ক্রিকেটের একজন ভক্ত। বিপিএলে নিজ বিভাগ চিটাগাংয়ের থিম সংয়ে কণ্ঠ দিতে পেরে খুবই ভালো লাগছে। আমার বিশ্বাস গানটি সবাই পছন্দ করবেন। ’

ঐশী বলেন, ‘এই ধরনের বড় পরিসরের কোনো থিম সংয়ে এবারই প্রথম কণ্ঠ দিয়েছি। গানটি গাইতে গিয়ে খুব উপভোগ করেছি। এটা আমার জন্য দারুণ একটা অভিজ্ঞতা। ’
 
ইমন সাহা বলেন, ‘চিটাগাং ভাইকিংস টিম এবং তাদের ভক্তদের অনুপ্রেরণা দিতে থিময়ের সঙ্গে মিল রেখেই গানটির কথা-সুর-সংগীত সাজানো হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।