গুণী চলচ্চিত্র নির্মাতা শহীদুল ইসলাম খোকনকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। আজ (৪ জানুয়ারি) সকাল ১০টায় তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয় বলে জানা গেছে।
গত বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর উত্তরার বাংলাদেশ মেডিকেলে নেওয়া হয়। সেখানে আইসিইউতে রাখা হয় খোকনকে। জনপ্রিয় এই চলচ্চিত্র নির্মাতা দীর্ঘদিন ধরে মুখগহ্বরে মটর নিউরো ডিজিসে (এএলএস) আক্রান্ত হয়ে দিন দিন শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন।
খোকনের অসুস্থতায় এগিয়ে আসেন সরকারও। ২০১৪ সালের ১০ সেপ্টেম্বর খোকনকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নেওয়া হয়। সেখানকার বেলভিউ হাসপাতালের চিকিৎসকরা এ রোগের কোনো চিকিৎসা নেই বলে তাকে দেশে ফেরত পাঠিয়ে দিয়েছেন।
অক্টোবরের শেষ দিকে দেশে ফেরার পর রাজধানীর স্কয়ার হাসপাতালে ডা. আরেফিনের তত্ত্বাবধানে শহীদুল ইসলাম খোকনের পেটে অস্ত্রপচারের মাধ্যমে টিউব স্থাপন করা হয়।
বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬
কেবিএন/