গণসংগীতে ফকির আলমগীরের অবদান অনেক। কয়েক যুগ ধরে দেশে-বিদেশে গণসংগীত নিয়ে কাজ করছেন তিনি।
মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেল ৫টায় মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে এক আনন্দ আড্ডায় মিলিত হয়ে ফকির আলমগীরকে সংবর্ধিত করবেন সংস্কৃতিকর্মীরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
ফকির আলমগীরকে নিয়ে আলোচনায় অংশ নেবেন সুরকার সুজেয় শ্যাম, নাট্যজন রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, নাসিরউদ্দীন ইউসুফ, লিয়াকত আলী লাকী, হাসান আরিফ, মান্নান হীরা, ড. মুহাম্মদ সামাদ, আবৃত্তি শিল্পী আহকাম উল্ল্যাহ প্রমুখ।
ঝুনা চৌধুরী রাখবেন স্বাগত বক্তব্য। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ সভাপতিত্ব করবেন অনুষ্ঠানটি। এ ছাড়া আনন্দ অনুষ্ঠানে থাকবে দলীয় নৃত্য, দলীয় সংগীত, একক নৃত্য, একক সংগীত ও একক আবৃত্তি।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
কেবিএন/জেএইচ