‘পৌষ তোদের ডাক দিয়েছে, আয়রে চলে, আয় আয় আয়’- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর পৌষকে এভাবেই তুলে ধরেছেন তার সৃষ্টিকর্মে। পৌষ শেষ হয়ে মাঘ শুরু হবে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) থেকে।
গত ১১ জানুয়ারি বিকেল সাড়ে ৪টায় সুরের ধারা মিলনায়তনের মিতালীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এখানে ছিলেন সুরের ধারার চেয়ারম্যান রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।
সুরের ধারার নির্বাহী সদস্য আজিজুর রহমান তুহিন জানান, প্রতি বছর শান্তিনিকেতনে পৌষ উৎসব হয়। সুরের ধারাও তাই এর আয়োজন করেছে। সন্ধ্যায় শুরু হয়ে উৎসব চলবে রাত অবধি।
বাংলাদেশ সময় : ০১৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
জেএইচ