ফুরফুরে মেজাজে আছেন তারকা দম্পতি নিলয়-শখ। বিয়ের পর তড়িঘরি মধূচন্দ্রিমায় যাননি তারা।
সমাজসেবামূলক নাটকটির মাধ্যমে তারা সাধারণ মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ ও উৎসাহিত করবেন। মজার ব্যাপার হলো, এ কাজটিতে কোনো পারিশ্রমিক নেননি এই তারকা দম্পতি। শখ ও নিলয় প্রথমবারের মতো এমন কাজ করে প্রশান্তি পেয়েছেন বলে জানিয়েছেন।
সম্প্রতি উত্তরায় সমাজসেবামূলক নাটকটির দৃশ্যধারণে অংশ নেন নিলয় ও শখ। ‘রক্ত দিন জীবন বাঁচান, এই সংগ্রামে’ স্লোগান নিয়ে কয়েক বছর ধরে কাজ করছেন সিলেটের তরুণ সালাহউদ্দিন বিজয়। এই কাজে এবার নিলয়-শখ দম্পতিকে পাশে পেয়েছেন তিনি। এই নাটিকার কাহিনীতেও ছিলো নতুন দম্পতির গল্প। এ কারণে চরিত্রের সঙ্গে মানিয়ে গেছেন তারা।
বিজয় ও তার দলের আশা, নাটিকার মধ্য দিয়ে রক্তদানে উৎসাহী হবে আরও অনেকে। রক্তের অভাবে আর একটি প্রাণও যেন না ঝরে যায়, সেজন্য সবাইকে এগিয়ে আহ্বান জানিয়েছে ‘দৌলতপুর রক্তদাতা সংস্থা, সিলেট’ নামের এই সেবামূলক সামাজিক সংগঠনটি।
বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
এসও/জেএইচ