দেশি-বিদেশি সিনেমার দর্শকদের প্রশংসা কুড়িয়েছে ‘ছুঁয়ে দিলে মন’। আরিফিন শুভ ও মম অভিনীত ছবিটি এবার যাচ্ছে ভারতে।
আমদানী নীতি ২০১২-১৫ এর আদেশের ৪৯ (গ) আওতায় দুই বাংলার চলচ্চিত্র ‘ছুঁয়ে দিলে মন’ ও সাফটাভুক্ত দেশ ভারতের ‘বেলা শেষে’ একই দিনে দুই দেশে বাণিজ্যিকভাবে মুক্তি পাচ্ছে আগামী ২৬ ফেব্রুয়ারি।
এশিয়াটিক ধ্বনিচিত্র ও মনফড়িং প্রযোজিত এবং শিহাব শাহীন পরিচালিত ব্যবসাসফল ছবি ‘ছুঁয়ে দিলে মন’-এর ভারতে আনুষ্ঠানিক পরিবেশকের দায়িত্ব পালন করছে পিয়ালী ফিল্মস ও জিরোনা এন্টারটেইনমেন্ট।
অন্যদিকে এম কে মিডিয়া ও উইন্ডোজ প্রোডাকশন প্রযোজিত নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জি পরিচালিত কলকাতার ব্যাপক সমাদৃত ছবি ‘বেলা শেষে’র পরিবেশক এশিয়াটিক ও জিরোনা বাংলাদেশ।
ছবিটিতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, স্বাতীলেখা দাশগুপ্ত, ঋতুপর্ণা সেনপ্ত, খরগ মুখার্জী, মোনামি ঘোষ, অপরাজিতা অড্ডী প্রমুখ। এতে সুর ও সংগীতায়োজন করেছেন অনুপম রায় ও অনিন্দ্য চট্টোপাধ্যায়।
বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
এসও/জেএইচ