ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নৃত্যশিল্পী অমিত চৌধুরীর কলকাতা জয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
নৃত্যশিল্পী অমিত চৌধুরীর কলকাতা জয়

কলকাতা: ওয়েস্ট বেঙ্গল ড্যান্স গ্রুপ ফেডারেশানের আয়োজনে প্রথমবারের মতো হচ্ছে গুরু গোবিন্দ কুট্টি ফেস্টিভ্যাল। কলকাতার জ্ঞানমঞ্চে এই আয়োজনে নৃত্য পরিবেশন করে পশ্চিমবঙ্গের দর্শকদের মন জয় করলেন বাংলাদেশের ভরতনাট্যম নৃত্যশিল্পী, শিক্ষক এবং নৃত্য পরিচালক অমিত চৌধুরী।



অমিত চৌধুরী কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ভরতনাট্যমের ওপর স্নাতক এবং মাস্টার্স সম্পন্ন করেছেন। তিনি ২০১০ সালে ‘কাল কি কালাকার’ ফেস্টিভ্যালে নৃত্য পরিবেশন করে ‘শৃঙ্গারমানি’ পুরস্কার পেয়েছেন। এ ছাড়া ২০১৪ সালে বেঙ্গল ক্ল্যাসিকাল মিউজিক ফেস্টিভ্যালে নৃত্য পরিবেশন করেন।

বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের খন্ডকালীন শিক্ষক, সাধনা এবং কল্পতরু সংগঠনে শিক্ষক এবং নৃত্য পরিচালক হিসেবে কর্মরত আছেন অমিত চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৬
ভিএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।