জিটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘আজকের অনন্যা’র উপস্থাপক হিসেবে দেখা গেছে তানিয়া আহমেদ ও ফারহানা নিশোকে। এবার এসেছেন আজমেরী হক বাঁধন।
বাঁধন জানান, নয় বছর আগে ‘তারকা আড্ডা’নামে একটি অনুষ্ঠানে তিনি প্রথম উপস্থাপনা করেন। এরপর একাধিক টিভি অনুষ্ঠানে উপস্থাপকের চেয়ারে বসেছেন। তবে ‘আজকের অনন্যা’র মাধ্যমে নারীদের নিয়ে কোনো গেম শো উপস্থাপনা করছেন এবারই প্রথম।
কাজের অভিজ্ঞতার কথাও জানালেন বাঁধন। তিনি বলেন, ‘টানা ১০ ঘণ্টা দাঁড়িয়ে থেকে উপস্থাপনা করতে হচ্ছে। অনেক কষ্ট হলেও আমি উপস্থাপনা বিষয়টি বেশ উপভোগ করছি। অভিনয়ের পাশাপাশি মাঝে মাঝে উপস্থাপনা করতে বেশ লাগে। মজার ব্যাপার হচ্ছে, এর আগে এই অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলাম। ’
এফডিসির ৪ নম্বর ফ্লোরে দৃশ্যধারণ চলছে অনুষ্ঠানটির নতুন উপস্থাপক বাঁধনকে নিয়ে। আগামী ১৫টি পর্বের উপস্থাপনা করবেন এ অভিনেত্রী।
জিটিভিতে প্রতি বৃহস্পতিবার রাত ৯টায় প্রচার হচ্ছে প্রতিযোগিতা মূলক গেম শো ‘আজকের অনন্যা’।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
এসও