বলিউড তারকা রণবীর কাপুর-ক্যাটরিনা কাইফের পর এবার অভিনেত্রী আনুশকা শর্মা ও ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির প্রেমও নাকি ভাঙনের মুখে। বলিউডের আকাশে-বাতাসে এখন এই গুঞ্জনই শোনা যাচ্ছে।
শোনা যাচ্ছে, ছবি শেয়ারিংয়ের অ্যাপ ইনস্টাগ্রাম থেকে একে অপরকে আনফলো করে দিয়েছেন বিরাট ও আনুশকা। এতেই তাদের সম্পর্কের পাট চুকে যাওয়ার আভাস মিলেছে।
তবে বিরাট এটা অস্বীকার করে জানান, কারিগরি ত্রুটির কারণে যাচ্ছেতাইভাবে তার ইনস্টাগ্রামে অনেকেই আনফলো হয়ে যাচ্ছে। একই ঘটনা নাকি ঘটছে আনুশকার অ্যাকাউন্টেও। আসলেই কি তাই? সময়ই বলে দেবে এর উত্তর।
বিরাটকে আনুশকা বরাবরই সমর্থন জানিয়ে আসছেন। ব্যস্ততা থাকলেও ভারতের জাতীয় দল মাঠে থাকলে গ্যালারিতে বেশিরভাগ সময় পাওয়ায় যায় ২৭ বছর বয়সী এই অভিনেত্রীকে।
আনুশকা এখন ব্যস্ত করণ জোহর পরিচালিত ‘অ্যাই দিল হ্যায় মুশকিল’ ও সালমান খানের সঙ্গে ‘সুলতান’ ছবির কাজে। দুটিই মুক্তি পাবে চলতি বছর।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
বিএসকে/জেএইচ