একজন শিল্পী (গিটারিস্ট) ও একজন সন্ত্রাসী (গানম্যান) মুখোমুখি। একজনের হাতিয়ার আগ্নেয়াস্ত্র, আরেকজনের সুর।
দ্বৈরথ লড়াইয়ের ময়দানে অস্ত্রের বিরুদ্ধে শিল্পী সুরের ঝংকারে পরিস্ফুটিত করতে চায় শিল্পের আবেদন, সত্যের প্রকাশ। তবে শিল্প-সত্যকে অগ্রাহ্য করে গর্জে উঠতে মরিয়া দাম্ভিক অস্ত্র। থামাতে চায় সত্য সুন্দরের আবেদন। অস্ত্রধারী কি থামিয়ে দেবে সুর, সময়, আর শিল্পীর হৃদয় স্পন্দন? নাকি শিল্পী তার গিটারের সুরের ছন্দে চারদিক প্রকম্পিত করে ঘোষণা করে সত্য ও সুন্দরের জয়গান।
এনামুল হক কবির পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য ডুয়েল’-এ মিলবে এর উত্তর। মুভিয়ানা ফিল্ম সোসাইটি ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে বছরব্যাপি চলচ্চিত্র প্রদর্শনীর অংশ হিসেবে শনিবার (৩০ জানুয়ারি) দেখানো হলো ‘দ্য ডুয়েল’। এতে অভিনয় করেছেন শশাকান্ত সাহা, শিশির চৌধুরী প্রমুখ। পরিচালক জানান, কিছুদিনের মধ্যে চলচ্চিত্রটি ইউটিউবে উন্মুক্ত করা হবে। ছবিটি প্রযোজনা করেছে ওয়ান বাই জিরো।
* ‘দ্য ডুয়েল’-এর ট্রেলার:
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
এসও/