অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস ৮৮তম অস্কারের সায়েন্টিফিক ও টেকনিক্যাল অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের দিনক্ষণ ঘোষণা করেছে। আগামী ১৩ ফেব্রুয়ারি বেভারলি হিলসে বেভারলি উইলশায়ারে এ আয়োজন উপস্থাপনা করবেন অভিনেত্রী অলিভিয়া মুন ও অভিনেতা জেসন সিগেল।
অলিভিয়ার নতুন ছবি ‘রাইড অ্যালং টু’ এখন আছে হলিউড টপচার্টের তিন নম্বরে। তার বিখ্যাত ছবির তালিকায় আরও আছে ‘মর্টডিকাই’, ‘ডেলিভার আস ফ্রম এভিল’, ‘ম্যাজিক মাইক’ প্রভৃতি। এ ছাড়া ‘দ্য নিউজরুম’-এর তিনটি মৌসুমে দেখা গেছে তাকে। মুক্তির অপেক্ষায় আছে তার ‘এক্স-মেন: অ্যাপোক্যালিপস’।
অন্যদিকে জেসন সিগেল এখন কাজ করছেন ‘দ্য এন্ড অব দ্য ট্যুর’ ছবিতে। এতে তাকে দেখা যাবে লেখক ডেভিড ফস্টার ওয়ালেস চরিত্রে। তার অভিনীত ছবির তালিকায় উল্লেখযোগ্য- ‘ফরগেটিং সারাহ মার্শাল’, ‘দ্য মাপেটস’, ‘গেট হিম টু দ্য গ্রিক’, ‘আই লাভ ইউ, ম্যান’, ‘নকড আপ’ প্রভৃতি। ছোটপর্দার তার জনপ্রিয় সিরিজ হলো ‘হাউ আই মেট ইউর মাদার’ ও ‘ফ্রিকস অ্যান্ড গিকস’। তিনি ‘নাইটমেয়ারস!’ নামে শিশুতোষ সিরিজও লিখেছেন।
জানা গেছে, অ্যাকাডেমির সাই-টেক অ্যাওয়ার্ডস বিভাগের ১১টি পুরস্কার দেওয়া হবে ৩৩ জনকে। আগামী ২৮ ফেব্রুয়ারি মূল অস্কার অনুষ্ঠান ২২৫টি দেশে সরাসরি সম্প্রচারের সময় সংযুক্ত করা হবে এটি। মূল আয়োজন উপস্থাপনা করবেন কমেডিয়ান ক্রিস রক।
* অস্কার মঞ্চ মাতাবেন যারা
* অস্কারে সাদাদের বাজিমাত, কালোরা দুধভাত!
* অস্কার মনোনীত সেরা ৮ ছবি কেমন?
* অস্কারে একজনেরই অর্ধশত মনোনয়ন!
* ৩৯ বছর পর অস্কার রিংয়ে স্ট্যালোন
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৬
জেএইচ