ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আমেরিকার সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র তারকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
আমেরিকার সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র তারকা টম হ্যাঙ্কস

অনলাইন কাউন্টডাউনে আমেরিকান সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র তারকা নির্বাচিত হলেন টম হ্যাঙ্কস। হ্যারিস পোল নামের একটি সংস্থার এ জরিপে অংশ নিয়েছে দুই হাজার ২০০ জনেরও বেশি প্রাপ্তবায়স্ক নাগরিক।

হলিউডের সেরা অভিনেতা-অভিনেত্রী কে তা জানতেই আয়োজন করা হয় এই জরিপ। খবর ভ্যারাইটির।

২০০২, ২০০৪, ২০০৫ ও ২০১৩ সালেও এ জরিপে সেরার মুকুট জেতেন টম হ্যাঙ্কস। ৫৯ বয়সী এই সুপারস্টারের নতুন ছবি ‘দ্য ব্রিজ অব স্পাইস’ ৮৮তম অস্কারে ছয়টি বিভাগে মনোনয়ন পেয়েছে। তার অভিনয় জীবনের তিনটি বিখ্যাত ছবি হলো ‘সেভিং প্রাইভেট রায়ান’, ‘কাস্ট অ্যাওয়ে’ ও ‘অ্যাপোলো থার্টিন’।  

গত বছর সেরা চলচ্চিত্র তারকার জরিপে দুইয়ে থাকা জনি ডেপ নেমে গেছেন তিন নম্বরে। ২০১৫ সালে ‘ব্ল্যাক মাস’ ছবিতে নির্দয় গ্যাংস্টার হুইটি বালগার চরিত্রে অভিনয় করেন ৫২ বছর বয়সী এই তারকা। অবশ্য ধারণা করা হলেও হ্যাঙ্কস কিংবা ডেপ কেউই এবারের অস্কারে সেরা অভিনেতা বিভাগে মনোনীত হননি। গোল্ডেন গ্লোবেও হতাশ হতে হয়েছে দু’জনকেই।

২০১৫ সালে কোনো ছবি মুক্তি না পেলেও গতবারের জরিপের শীর্ষস্থানে থাকা ডেনজেল ওয়াশিংটন দুই ধাপ নিচে নেমে স্থান পেয়েছেন তিন নম্বরে। চলতি মাসে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে সম্মানসূচক সেসিল বি ডিমিলে পুরস্কারে ভূষিত হন এই ‘ট্রেনিং ডে’ তারকা।

বাংলাদেশ সময় : ০১২১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
জেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।