তিন দিন ধরে ঠাণ্ডাজনিত সমস্যায় আক্রান্ত জনপ্রিয় সংগীতশিল্পী ন্যানসি। তিনি এখন ময়মনসিংহের শ্বশুরালয়ে।
লন্ডনের বার্মিংহামে লার্ক ইভেন্টসের বাংলা বিটস শীর্ষক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ন্যানসির পক্ষে জনসমর্থন তৈরিতে সম্প্রতি ফেসবুকে পোস্ট দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে ন্যানসি রোববার (৩১ জানুয়ারি) সকালে বাংলানিউজকে বলেন, ‘হ্যা, আমি দেখেছি। ওদের বক্তব্য স্পষ্ট। ওখানকার শ্রোতারা আমার গান সরাসরি উপভোগ করতে চান। শিল্পী হিসেবে আমিও তাই চাই। কিন্তু শুরু থেকে দেশের বাইরে গান গাওয়ার ব্যাপারে পিছপা ছিলাম। ভিসা জটিলতাসহ বিভিন্ন কারণে এখন আরও ভালো লাগে না। বাংলা বিটসের পেইজের ওই পোস্টে সুন্দর করে লেখা হয়েছে যে, বিষয়টিকে যেন রাজনৈতিকভাবে না নেওয়া হয়। আমিও তাই মনে করি। ভিসা জটিলতার কারণে গতবার ওই অনুষ্ঠানে আমি যোগ দিতে পারিনি। এবারও তারা আমাকেই চাইছে। ’
গতবছর আগস্টে ভিসা জটিলতায় একই অনুষ্ঠানে যোগ দেওয়া সম্ভব হয়নি ন্যান্সির। সেবার প্রবাসী বাঙালিরা ফেরদৌস ওয়াহিদ, হাবিব ওয়াহিদ, লিজা প্রমুখের গান শুনলেও বঞ্চিত হয়েছিলেন ন্যানসির ভক্তরা।
এবার আগে ভাগেই ন্যানসিকে নেওয়ার ব্যাপারে তোড়জোড় চালাচ্ছে লার্ক ইভেন্টস। প্রতিষ্ঠানটির প্রত্যাশা, ভিসা জটিলতা কাটিয়ে ন্যানসি তাদের অায়োজনে নতুন মাত্রা যোগ করবেন। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।
জানা যায়, গতবছর প্রয়োজনীয় সব কাগজপত্র জমাও দিয়েছিলেন ন্যানসি। পরে কর্তৃপক্ষ তাকে ভিসা দিতে অপারগতার কথা জানায়। ঢাকার যুক্তরাজ্য হাইকমিশনে জমা দেওয়া কাগজপত্রে তার মাসিক আয় যা দেখানো হয়েছে, কর্তৃপক্ষ সেই আয়ের খাতটা জানতে চেয়েছিলো। ন্যানসির পক্ষে দালিলিক প্রমাণপত্র হাইকমিশনে জমা দেওয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে ন্যানসি বলেন, ‘এটা কোনো বিষয় নয়। কতো কতো নতুন শিল্পী হরহামেশা দেশের বাইরে যাচ্ছে, আমি পারছি না। আমি যেখানে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি সেখানে এতো যাচাই-বাছাই কেনো সেটাও বুঝি না। ’
ন্যানসি অতীতের উদাহরণ দিয়ে জানান, একবার বাহরাইনে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন তিনি। শাকিব খান, অপু বিশ্বাসসহ আরও তারকারা ছিলেন। অনুষ্ঠানে যোগ দেওয়ার দিন সকালে ভিসা পেয়েছিলেন ন্যানসি। সঙ্গত কারণেই সেখানে যাওয়া হয়নি তার।
দেশে বিভিন্ন স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ন্যানসি। পাশাপাশি এগিয়ে চলেছে তার নতুন এককের কাজ। অচিরেই বাজারে আসবে এটি। দীর্ঘদিন পর তাকে নতুন গানে পাবেন ভক্তরা। তাদের প্রত্যাশা, ভিসা জটিলতা কেটে যাক, বিদেশের ভক্তরাও যেন তার সান্নিধ্য পায়।
বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
এসও