ভালোবাসা দিবসে আসছে কুমার বিশ্বজিতের দ্বৈত গানের অ্যালবাম ‘প্রেমান্ত’। শিল্পীর ঘোষণা অনুযায়ী এই নামটি দিয়েছেন এক ভক্ত।
কুমার বিশ্বজিৎ বাংলানিউজকে বলেন, “নাম আহবানের পর প্রচুর সাড়া পেয়েছি। অসংখ্য সুন্দর সুন্দর নাম দিয়েছেন শ্রোতারা। সব মিলিয়ে ‘প্রেমান্ত’ নামটি আমাদের পছন্দ হয়েছে। ‘প্রেমান্ত’ মানে প্রেমের শেষ। সেটা হতে পারে মিলন না হয় বিরহ। ”
নতুন এই অ্যালবামের জন্য নাম আহ্বান করে সম্প্রতি ফেসবুকে একটি ভিডিওবার্তা আপলোড করেছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ। এর ফলেই এসেছে ‘প্রেমান্ত’ নামটি। নাম দেওয়ার জন্য বিজয়ী ভক্তের জন্য থাকছে পুরস্কারের ব্যবস্থা। সেই বিজয়ী পাচ্ছেন অ্যালবামের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকার সুযোগ। ‘প্রেমান্ত’ নামটি দিয়েছেন রাজধানীর ভূতের গলির মিজানুর রহমান।
কুমার বিশ্বজিৎ জানান, আগামী ১ ফেব্রুয়ারি থেকে গানগুলো প্রকাশ শুরু করবেন তিনি। ভালোবাসা দিবসের আগের দিন পর্যন্ত ডিজিটালি গানগুলো প্রকাশ করা হবে। এর মধ্যে থাকবে দুটি ভিডিও গানও। ১৪ ফেব্রুয়ারি সিডি আকারে প্রকাশ হবে ‘প্রেমান্ত’।
শিল্পী আরও জানান, গানগুলো নিয়ে একটি ভিডিও ফিল্মও তৈরি করা হচ্ছে। এর চিত্রনাট্য লিখছেন গাজী মাজহারুল আনোয়ার। আগামী পহেলা বৈশাখের মধ্যে প্রকাশ করা হবে ভিডিও ফিল্মটি।
‘প্রেমান্ত’ অ্যালবামে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সব কটি গানের সুর ও সংগীতায়োজন করছেন কুমার বিশ্বজিৎ নিজেই। ভালোবাসা দিবস উপলক্ষে আরও তিনটি মিশ্র অ্যালবামে থাকছে কুমার বিশ্বজিতের গান। এরই মধ্যে তিনি দুটি গান গেয়েছেন কিশোর দাস ও জয় শাহরিয়ারের সুর ও সংগীতে।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৬
এসও