ভারতের বাংলা চলচ্চিত্র ‘রাজকাহিনী’র ছায়া নিয়ে নির্মাণাধীন হিন্দি ছবির নাম রাখা হয়েছে ‘বেগম জান’। এতে নাম ভূমিকায় অভিনয় করবেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান।
১৯৪৭ সালের দেশভাগের পটভূমিতে বানানো ‘রাজকাহিনী’র গল্প এক পতিতালয়কে ঘিরে। এতে বেগম জানের তত্ত্বাবধানে থাকে ১১ নারী। এলওসির ভাগ করার কারণে তাদের বাড়ির অর্ধেক ভারত, বাকিটা পাকিস্তানে পড়েছে। ‘রাজকাহিনী’তে বেগম জান চরিত্রে অভিনয় করেন ঋতুপর্ণা সেনগুপ্ত। অন্যান্যের মধ্যে আরও ছিলেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান।
‘রাজকাহিনী’ নিয়ে গত অক্টোবরে ছবি তৈরির পরিকল্পনা করেন বলিউডের নামজাদা প্রযোজক মহেশ ভাট। জানা গেছে, হিন্দি ছবিতে আরও আট অভিনেত্রীকে নেওয়া হচ্ছে। তাদের নেতৃত্বে থাকবেন বিদ্যা। এরই মধ্যে তিনি ‘রাজকাহিনী’ দেখেছেন। তার খুব ভালোও লেগেছে। ৩৭ বছর বয়সী এই তারকার কথায়, ‘এটা বেশ শক্তিশালী আর নাড়া দেওয়ার মতো ছবি। ঋতুপর্ণাসহ বাকিরা সবাই চমৎকার কাজ দেখিয়েছেন। আমার পাওয়া সবচেয়ে আকর্ষণীয় চিত্রনাট্যের মধ্যে এটা অন্যতম। ’
এর আগে মহেশ ভাটের প্রযোজনায় ‘হামারি আধুরি কাহানি’তে অভিনয় করেছেন অভিনেত্রী বিদ্যা বালান। এর গানগুলো জনপ্রিয় হলেও ছবিটি তেমন ব্যবসা করতে পারেনি।
বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
বিএসকে/জেএইচ