ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অন্যরকম ‘উড়াল প্রেম’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
অন্যরকম ‘উড়াল প্রেম’ দৃশ্য: ‘উড়াল প্রেম’-ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সোমবার (১৮ এপ্রিল) দুপুর। মাথার ওপর কড়া রোদ।

তেজগাঁও রেলওয়ে স্টেশনের ভেতরে ঢুকতেই কানে ভেসে এলো তারিক আনাম খানের মুখে ‘কুসুম... না না না’ সংলাপ। সোনিয়া হোসেনকে তিনি কুসুম বলছেন। ব্রিফকেস হাতে রাখা এক ব্যবসায়ীকে গুলি করতে যাচ্ছে কুসুম।  গডফাদার খালিদ মেয়েটিকে থামাচ্ছেন।  

এখানে চলছে ‘উড়াল প্রেম’ নাটকের দৃশ্যধারণ। নাম শুনলে মনে হবে এটি একটি প্রেমের নাটক। কিন্তু গডফাদার, গ্যাংস্টার, গুলি; এসব দেখে ধারণা বদলালো। এর রচয়িতা ও পরিচালক মাহমুদ দিদার জানালেন, প্রেম তো আছে বটেই, কিন্তু কাহিনি এগিয়ে যায় থ্রিলিং গল্পের মাধ্যমে।

গল্পে আত্মহত্যা প্রবণ বালিকা কুসুমকে বাঁচিয়ে দেয় রিকশা পেইন্টার। এ চরিত্রে দেখা যাবে আফরান নিশোকে।  মাহমুদ দিদার বললেন, ‘উড়াল প্রেম গল্প নিয়ে শুটিং করাটা বেশ কঠিনই মনে হচ্ছে। কাওরান বাজারের প্রচন্ড লোকসমাগম, তেজগাঁও রেলস্টেশনের ভিড় আর কড়া রোদতাড়িত দিন। শুটিং শেষে একটা ক্লান্তির গল্পই লিখতে হবে। ’

‘উড়াল প্রেম’ নাটকের শুটিং চলবে আরও দু’দিন। মঙ্গলবার (১৯ এপ্রিল) ঢাকায় দৃশ্যধারণের পরদিন (বুধবার) ঢাকার বাইরে দলবল নিয়ে যাবেন পরিচালক। আগামী রোজার ঈদে একটি টিভি চ্যানেলে প্রচার হবে এটি।

বাংলাদেশ সময়: ০৮১২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
টিএস/জেএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।