অ্যাপেন্ডিসাইটিসের তীব্র আক্রমণে ‘সুলতান’ ছবির কাজ করতে গিয়ে অচেতন হয়ে পড়েছিলেন বলিউড অভিনেতা রণদীপ হুদা। গত ১৭ এপ্রিল সন্ধ্যায় এ ঘটনার পর তড়িঘড়ি তাকে ভর্তি করা হয় দিল্লির ফোর্টিস হাসপাতালে।
ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, বেশ কিছুক্ষণ তীব্র ব্যথা অনুভব করছিলেন রণদীপ। কিন্তু পেশাদারি মনোভাব নিয়ে চলা এই অভিনেতা সেটাকে পাত্তা না দিয়ে যথাসময়ে কাজ করে যাচ্ছিলেন। রণদীপকে তার সহশিল্পী সালমান খান ব্যথানাশক ওষুধ নিতে বলেছিলেন। তিনি খেয়েছিলেনও। কিন্তু সেটা কাজে না আসায় হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন।
আলী আব্বাস জাফর পরিচালিত ‘সুলতান’ ছবিতে কুস্তিগীরের কোচের ভূমিকায় অভিনয় করছেন রণদীপ। কুস্তিগীতার চরিত্রে আছেন সালমান। তিনি শুটিং পিছিয়ে যাওয়া নিয়ে দুশ্চিন্তা করতে হবে না বলে রণদীপকে জানিয়েছেন। এটি আসবে আগামী রোজার ঈদে।
এদিকে আগামী ২২ এপ্রিল মুক্তি পাবে রণদীপের আরেক ছবি ‘লাল রঙ’। এ ছাড়া জুনে প্রেক্ষাগৃহে আসবে ‘সর্বজিৎ’। এ ছবির জন্য ১৮ কিলো ওজন কমাতে গিয়ে দুই মাস আগে তিনি প্রথম ব্যথা অনুভব করেন বলে জানান তার বোন পুষ্টি বিশেষজ্ঞ ড. অঞ্জলি হুদা সাংওয়ান। কিন্তু ৩৯ বছর বয়সী এই অভিনেতা তেমন গুরুত্ব দেননি। কারণ তার হাতে অনেক কাজ।
‘সর্বজিৎ’ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন রণদীপ। ভারতের এই কৃষক সম্প্রদায়ের মানুষটি একদিন মাতাল অবস্থায় ভুল করে পাকিস্তান সীমান্তে ঢুকে পড়েন। তাকে গুপ্তচর সন্দেহে জেল দেওয়া হয়। ২৩ বছর জেলে থাকার পর অন্য কয়েদিদের নৃশংস আক্রমণে তার মৃত্যু হয়। তবে সর্বজিতের বড় বোন দালবির কৌর ভাইকে ছাড়িয়ে আনতে অনেক চেষ্টা করেছিলেন।
ওমাঙ কুমার পরিচালিত ‘সর্বজিৎ’ ছবিতে দালবির চরিত্রে অভিনয় করেছেন ঐশ্বরিয়া রাই। এ ছাড়াও আছেন রিচা চাড্ডা, দর্শন কুমার, অঙ্কিতা শ্রীবাস্তব, চরণপ্রীত সিং প্রমুখ। এটি মুক্তি পাবে আগামী ১৯ মে।
* ‘সর্বজিৎ’ ছবির ট্রেলার :
বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
বিএসকে/জেএইচ