ক্রমবর্ধমান অসহিঞ্চুতা নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে বলিউড সুপারস্টার আমির খানকে সরিয়ে ভারত সরকারের ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’র শুভেচ্ছাদূত হিসেবে কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ও অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার নাম প্রস্তাব করা হয়।
কিন্তু ‘পানামা পেপারস’ কেলেঙ্কারির ঘটনায় অর্থ পাচার ও কর ফাঁকির সঙ্গে বিগ বি’র জড়িত থাকার তথ্য ফাঁস হয়েছে।
চলতি মাসেই অমিতাভ ও প্রিয়াঙ্কাকে ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’র শুভেচ্ছাদূত ঘোষণা করা হতো। কিন্তু ৭৪ বছর বয়সী এই অভিনেতা নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত আপাতত তা আর হচ্ছে না।
পানামার আইনি পরামর্শক প্রতিষ্ঠান মোসাক ফনসেকার ১ কোটি ১০ লাখ গোপন নথি ফাঁসের ঘটনা ব্যাপকভাবে নাড়া দিয়েছে সারাবিশ্বে। প্রতিষ্ঠানটির শাখা আছে ৩৫টি দেশে।
যদিও অর্থ পাচার ও কর ফাঁকির অভিযোগ অস্বীকার করে অমিতাভ গত ৪ এপ্রিল বলেন, ‘আমার নামের অপব্যবহার করা হয়েছে। বিদেশে অর্থ পাঠানোর বেলায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেগুলোর কর দিয়েছি। ভারতের বাইরে যেসব অর্থ ব্যয় করেছি, সেসবের করও পরিশোধ করেছি। ’
২৩ বছর আগে সি বাল্ক শিপিং কোম্পানি লিমিটেড, লেডি শিপিং লিমিটেড, ট্রেজার শিপিং ও ট্রাম্প শিপিং লিমিটেডের পরিচালক নিযুক্ত ছিলেন অমিতাভ। এর একটি ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে আর বাকি তিনটি বাহামাসে অবস্থিত। তবে তার দাবি, ‘এসব প্রতিষ্ঠানের কথা আমি জানি না। কখনও এগুলোর কোনোটির পরিচালক ছিলাম না। ’
বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
জেএইচ