‘শুনিলে প্রাণ চমকে ওঠে/দেখতে যেমন ভুজঙ্গনা/যেখানে সাঁইর বারামখানা…’- লালনের বিখ্যাত এই গানটি গেয়েছেন অসংখ্য শিল্পী। এই তালিকায় যুক্ত হলো শাপলা সালেকের নাম।
শাপলার গাওয়া ‘বারামখানা’ গানের ভিডিওতে মডেল হয়েছেন একজন বিদেশিনী। গানটির সঙ্গে তার নৃত্য নজর কেড়েছে দর্শকদের। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন অ্যাডাম ডি বার্কার। শাপলা সালেকের ইউটিউব চ্যানেলসহ ‘বারামখানা’ পাওয়া যাচ্ছে অ্যামাজন, আইটিউনস ও গুগল প্লেতে।
বাংলা গানের পাশাপাশি ইংরেজি ও হিন্দি গানে কণ্ঠ দিয়েছেন শাপলা। সংগীতে হাতেখড়ি ছেলেবেলায়। তালিম নিয়েছেন বাবা আব্দুস সালেকের কাছে থেকে। রয়েল আলবার্ট হল, বারবিকান, সেকরা অ্যাপোলো, রয়েল অ্যাসকটসহ বিদেশের বিভিন্ন স্থানে নিজেকে তিনি মেলে ধরেছেন সাফল্যের সঙ্গে। সংগীতের ওপর বহুমুখী প্রশিক্ষণও নিয়েছেন শাপলা। ভিনদেশি শ্রোতা-দর্শকের কাছে পৌঁছে দিচ্ছেন লালন ও লোকগানের সুর। অন্যধারার গানেও তিনি অনবদ্য।
১৯৯৬ সালে শাপলা সালেকের প্রথম গান ‘জিওলা’ যুক্তরাজ্যের ‘জার্নি বাই ডিজে’ নামক প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয়। ‘জিওলা’ পেয়েছিলো বিপুল জনপ্রিয়তা।
শাপলা পপ ঘরানার বাংলা অ্যালবাম ‘সাইয়্যোনো না সাইয়্যোন’ (১৯৯৭) ও হিন্দি ‘লাই লাই’ (২০০২) অ্যালবাম প্রকাশ করেও খ্যাতি পেয়েছেন। ‘লাই লাই’ অ্যালবামের গানগুলো তৈরি করেন ভারতের বিখ্যাত সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ী।
* শাপলা সালেকের গাওয়া ‘বারামখানা’র ভিডিও :
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
জেএম/এসও/জেএইচ