ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ঘরে ফিরলেন দিলীপ কুমার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
ঘরে ফিরলেন দিলীপ কুমার

দুই বছর ধরেই হাসপাতাল থেকে বাড়ি আবার বাড়ি থেকে হাসপাতাল করে কাটছে কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের দিন। তীব্র জ্বর, বুকে ব্যথা ও নিউমোনিয়ার সমস্যার কারণে গত ১৬ এপ্রিল আবার মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) ছাড়া পেলেন এখান থেকে।  

শুরুতে বুধবার বিকেলে ছাড়ার কথা বলা হলেও হাসপাতাল কর্তৃপক্ষ তা একদিন পিছিয়ে দেয়। চিকিৎসক ড. জলিল পার্কার বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে বলেছেন, ‘দিলীপ কুমার ভালো আছেন। তার অবস্থা স্থিতিশীল ও স্বাভাবিক। তাই তাকে আমরা ঘরে যেতে দিয়েছি। ’

হাসপাতাল থেকে বেরিয়ে আসার সময় দিলীপ কুমারের গায়ে ছিলো হালকা গোলাপি কুর্তা-পায়জামা। ৯৩ বছর বয়সী এই অভিনেতার সঙ্গে ছিলেন স্ত্রী সায়রা বানু। তার বিয়ে করেন ১৯৬৬ সালে।  

দিলীপ কুমারের প্রকৃত নাম মোহাম্মদ ইউসুফ খান। রূপালি পর্দায় ছয় দশকের ক্যারিয়ারে ‘মধুমতি’, ‘দেবদাস’, ‘মুঘল-এ-আজম’, ‘গঙ্গা যমুনা’, ‘রাম অউর শ্যাম’, ‘নয়া দৌড়’-এর মতো অসংখ্য ধ্রুপদী ছবিতে দেখা গেছে তাকে।

দিলীপ কুমারকে বলা হয় বলিউডের ট্র্যাজেডি কিং। তাকে এই তকমা এনে দিয়েছে ‘আন্দাজ’, ‘বাবুল’, ‘মেলা’, ‘দিদার’, ‘যোগান’ প্রভৃতি ছবি। সর্বশেষ ১৯৯৮ সালে ‘কিলা’ ছবিতে অভিনয় করেন তিনি।  

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের প্রথম সেরা অভিনেতার পুরস্কার পান দিলীপ কুমার। ১৯৫৬ সালে ‘আজাদ’ ছবিটি তাকে এ স্বীকৃতি এনে দেয়। বলিউড সুপারস্টার শাহরুখ খানের পাশাপাশি একমাত্র তিনিই পুরস্কারটি পেয়েছেন সর্বাধিক আটবার। ১৯৯৩ সালে ফিল্মফেয়ার আজীবন সম্মাননা দেওয়া হয় তাকে।

ভারতীয় চলচ্চিত্র শিল্পে অবদানের জন্য আরও অসংখ্য পুরস্কার পেয়েছেন দিলীপ কুমার। ১৯৯১ সালে পদ্মভূষণ, ১৯৯৪ সালে ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননা দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড ও ২০১৫ সালে পদ্মবিভূষণ পুরস্কার পান তিনি।

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।