হলিউডে দুই বছর আগে মুক্তি পাওয়া ব্যবসাসফল ছবি ‘শেফ’-এর হিন্দি সংস্করণ তৈরি হচ্ছে। এতে নাম ভূমিকায় অভিনয় করবেন সাইফ আলি খান।
দারুণ এক জীবনযাপনের মধ্য দিয়ে সম্পর্ক ও নিজেকে খুঁজে পাওয়ার আবেগপ্রবণ গল্প নিয়ে তৈরি হবে ছবিটি। ভারতের পাঁচটি ভোজনরসিক শহরকে মাথায় রেখে সাজানো হচ্ছে চিত্রনাট্য। খাবার, ভ্রমণ ও বাবা-ছেলের সম্পর্কই এর মূল উপাদান। পরিচালকের দায়িত্বে থাকছেন ‘এয়ারলিফট’খ্যাত রাজা কৃষ্ণ মেনন। যৌথভাবে প্রযোজনা করবেন ভূষান কুমার ও বিক্রম মালহোত্রা। চলতি বছরের সেপ্টেম্বর থেকে শুরু হবে দৃশ্যধারণ।
সাইফ বলেছেন, ‘এ ছবিতে কাজ করবো ভেবে আমি উচ্ছ্বসিত। জন ফ্যাভরিউ আসলেই জিনিয়াস। খাবার, সংগীত ও পরিবার সংক্রান্ত যে সমৃদ্ধ সংস্কৃতি ভারতে রয়েছে, সেটা ছবিটির মূলভাবের সঙ্গে দারুণ মিলে যায়। ’
জন ফ্যাভরিউ পরিচালিত ও অভিনীত ‘শেফ’-এর গল্পে দেখা গেছে লস অ্যাঞ্জেলসের একটি জনপ্রিয় রেস্তোরাঁর মালিকের সঙ্গে সৃজনশীল বিষয়ে মতৈক্য দেখা দেওয়ায় এক পেশাদার বাবুর্চি চাকরি ছেড়ে দেন। এরপর বন্ধু ও পুত্রকে নিয়ে ফুড ট্রাক চালু করেন তিনি। ছবিটিতে আরও ছিলেন রবার্ট ডাউনি জুনিয়র, সোফিয়া ভারজারা, স্কারলেট জোহানসন, ডাস্টিন হফম্যান প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
বিএসকে/জেএইচ