ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আট দিনের জাতীয় যুবনাট্য উৎসব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
আট দিনের জাতীয় যুবনাট্য উৎসব

সম্ভাবনাময় আগামী প্রজন্মকে সংস্কৃতিমনস্ক করে তোলার প্রত্যয় নিয়ে পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের (পিটিএ) আয়োজনে সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একডেমির সহযোগিতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চম জাতীয় যুবনাট্য উৎসব। আগামী ২৩ এপ্রিল শুরু হয়ে এটি চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।

 

বাংলাদেশ শিল্পকলা একডেমির জাতীয় নাট্যশালা, এক্সপেরিমেন্টাল থিয়েটার হল এবং সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আট দিনের এ উৎসবে সারাদেশের প্রায় আটটি কলেজ-বিশ্ববিদ্যালয় এবং ২২টি যুব নাট্যদল অংশগ্রহণ করবে।  

এ উপলক্ষে বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় শিল্পকলা একাডেমির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক সারা আরা মাহমুদ এবং পিটিএ’র উপদেষ্টা এস এম মহসীন।
 
২৩ এপ্রিল বিকেল ৫টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উৎসব উদ্বোধন করবেন আন্তর্জাতিক শিশু নাট্যোৎসবের প্রবক্তা ও জার্মান অ্যামেচার থিয়েটার ফেডারেশানের সভাপতি নরবার্ট রাডারমাখার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি সচিব আক্তারী মমতাজ, আইটিআই বিশ্বকেন্দ্রের সাম্মানিক সভাপতি রামেন্দু মজুমদার।  

উৎসবে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে নাট্য প্রদর্শনী শুরু হবে। এক্সপেরিমেন্টাল থিয়েটার হল এবং জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে প্রতিদিন চারটি করে নাটক মঞ্চায়ন হবে।

২৬ বছর ধরে পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন শিশু-কিশোর ও যুবনাট্য আন্দোলন পরিচালনা করে আসছে। বর্তমানে সারাদেশের ২৬২টি শিশু-কিশোর ও যুবনাট্য সংগঠন এই সংগঠনের অন্তর্ভুক্ত। দলগুলো জার্মানি, জাপান, কিউবা, তুরস্ক, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের ৮৫টি আন্তর্জাতিক উৎসবে অংশগ্রহণ করেছে।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।