বলিউড অভিনেত্রী রানী মুখার্জি ও নির্মাতা আদিত্য চোপড়া দ্বিতীয় বিবাহবার্ষিকী উদযাপন করলেন বৃহস্পতিবার (২১ এপ্রিল)। ২০১৪ সালের এই দিনে মিডিয়াকে এড়াতে ইতালিতে বিয়ে করেন।
গত বছরের ৯ ডিসেম্বর কন্যাসন্তানের মা-বাবা হন রানী-আদিত্য। তার নাম আদিরা। তাকে নিয়ে ফ্রান্সের প্যারিসে দিনটি উদযাপন করেছেন তারা। সেখানে এখন আদিত্য চোপড়া পরিচালিত ‘বেফিকরে’র দৃশ্যায়ন চলছে।
বিয়ের পর রানী বলেছিলেন, ‘বিশ্বের বিভিন্ন প্রান্তে ভক্তদের সঙ্গে আমার জীবনের খুশির দিন ভাগাভাগি করতে চাই। যারা শুরু থেকে এতোগুলো বছর সুখে-দুঃখে আমার পাশে ছিলো। জানি শুভাকাঙ্ক্ষীরা সবাই এ দিনটির জন্য অপেক্ষা করছিলো এবং তারা খুশি হয়েছে। ইতালিতে আমাদের পরিবারের কয়েকজন স্বজন ও বন্ধুদের উপস্থিতিতে সুন্দরভাবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। যশ আংকেলকে ভীষণ মনে পড়েছে। তিনি যেখানেই থাকুন আমার ও আদির জন্য তার আশীর্বাদ আছে। আমি সবসময় রূপকথায় বিশ্বাস করি। সৃষ্টিকর্তার দয়ায় আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু করছি। রূপকথা চলবে। ’
যশরাজ ফিল্মসের বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। সেই সূত্রে আদিত্যর সঙ্গে তার প্রেম। আদিত্য প্রচারবিমুখ মানুষ। তাকে মানুষ হিসেবে দারুণ লাগে রানীর। তিনি বলেছেন, ‘আমাদের চিন্তাভাবনা একইরকম। ও তার মা-বাবাকে ভালোবাসে ও সম্মান করে। আমার পৃথিবীও হলো বাবা-মা। ও মনটা খারাপ না, সে কখনও কারও ক্ষতি করে না। আমি সবসময় এমন একজন ভালো মানুষের প্রেমে পড়তে চেয়েছি। আদি তেমন একজন। জীবনসঙ্গী ভালো হলে নিজের মধ্যেও সেই প্রভাব থাকে। ওর সঙ্গে থেকে মানুষ হিসেবে আমার উন্নতি ঘটেছে। ওর সঙ্গে দেখা হওয়ার পর আমি নিজেকে আবিস্কার করেছি। একইভাবে আমার সঙ্গে দেথা হওয়ার পর নিজেকে আবিস্কার করতে পেরেছে ও, এটা সম্পর্কের জন্য খুব গুরুত্বরপূর্ণ। ’
যোগ করে রানী আরও বলেন, ‘ও শিবের (হিন্দুদের দেবতার নাম) মতো শান্ত, স্থির এবং যে কি-না শুধু আমাকে ভালোবাসে। যেমন শিব শুধু পার্বতীকেই ভালোবেসেছিলো। অবশ্যই আমি তার জীবনের পার্বতী। তাকে ছাড়া আমি আর কিছু দেখি না। আমার বাবা-মা তার (আদিত্য চোপড়া) মতো জামাতা পেয়ে আনন্দিত। ’
বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৬
বিএসকে/জেএইচ