স্বাধীনতা পরবর্তী সময় থেকে নাট্যচর্চায় অগ্রণী ভূমিকা রাখছে আরণ্যক নাট্যদল। ‘নাটক শুধু বিনোদন নয়, শ্রেণী সংগ্রামের সুতীক্ষ্ণ হাতিয়ার’- এ প্রতিপাদ্য নিয়ে ৩৫ বছর ধরে দলটি পালন করছে মহান মে দিবস।
মে দিবসের আয়োজন উপলক্ষে প্রতি বছরের মতো ‘মে দিবসের কাগজ’ শীর্ষক একটি স্মরণিকা প্রকাশ হবে। ঐতিহ্যের ধারাবাহিকতায় আগামী ১ মে সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে অনুষ্ঠিত হবে মে দিবসের আলোচনা, সংগীত পরিবেশনা, কবিতা আবৃত্তি ও পথনাটক।
দ্বিতীয় পর্বে বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে রয়েছে আরণ্যকের ‘রাঢ়াঙ’ নাটকের মঞ্চায়ন। এটি উপভোগ করা যাবে দর্শনীর বিনিময়ে। রচনা ও নির্দেশনায় মামুনুর রশীদ।
বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৬
এসও/জেএইচ