ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অটিস্টিক শিশুদের নিয়ে ‘মায়ার বাঁধন’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, মে ৩, ২০১৬
অটিস্টিক শিশুদের নিয়ে ‘মায়ার বাঁধন’

অটিস্টিক শিশুদের নিয়ে তৈরি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক নাটক ‘মায়ার বাঁধন’। এর প্রতি ২৬ পর্ব পরপর থাকবে নতুন শিরোনামের গল্প।

প্রথমটির নাম ‘মায়ার গল্প’। এই গল্পে দেখা যাবে রিতু ধনী পরিবারের মেয়ে। বাবার ব্যবসা দেখাশোনা করে। আনিসকে রিতু ভালোবেসে বিয়ে করেছিলো। কিন্তু দু’জনের কোনো কারণে সম্পর্কটা ভালো যায় না। আলাদা হয়ে যায় দু’জনে। তাদের ঘরে ৭-৮ বছরের মেয়ে মায়া। সে আবার অটিস্টিক।  

আনিস চরিত্রে ইন্তেখাব দিনার আর রিতুর ভ‚মিকায় অভিনয় করেছেন নওশীন। এ ছাড়াও আছেন সৈয়দ হাসান ইমাম, মনিরা মিঠু, মম মোরশেদ, শবনম ফারিয়া, আসিফ স্বরূপ, জেরিন, প্রোনিল, হানিফ পালোয়ান এবং মায়া চরিত্রে শিশুশিল্পী অহনা।  

শাহ আসিফুল আবেদের গল্প ভাবনায় নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন সুস্ময় সুমন। তিনি বলেন, ‘পরবর্তী গল্পও অটিস্টিক শিশুদের ঘিরেই হবে। সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা কাজটি করছি। কোনো পরিবারে একটি অটিস্টিক সন্তান থাকলে কেমন আচরণ করা উচিৎ গল্পে তা-ই তুলে ধরা হয়েছে। ’ 

আগামী ৬ মে থেকে প্রতি শুক্র ও শনিবার রাত ৯টা ১৫ মিনিটে বৈশাখী টেলিভিশনে প্রচার হবে ‘মায়ার বাঁধন’। জানা গেছে, বিরতিহীনভাবে প্রচার হবে ধারাবাহিকটি।

বাংলাদেশ সময়: ১১২৫৭ ঘণ্টা, মে ০৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।