ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মম বললেন, ‘আই লাভ ক্ল্যাসিক’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, মে ৪, ২০১৬
মম বললেন, ‘আই লাভ ক্ল্যাসিক’ ‘অস্পষ্ট’ নাটকের দৃশ্যে মম

‘ক্ল্যাসিক সবসময়ই ক্ল্যাসিক। আই লাভ ক্ল্যাসিক।

এটা ভালো লাগার জায়গা’- কথাগুলো বলেছেন জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত কয়েকটি নাটকে অভিনয় করে এমন উপলব্ধি হয়েছে তার।  

বুধবার (৪ মে) দুপুরে বাংলানিউজের সঙ্গে আলাপে মম জানান, কবিগুরুর জন্মজয়ন্তী উপলক্ষে তারই নায়িকা হয়ে আবারও হাজির হচ্ছেন তিনি। পঁচিশে বৈশাখ (৮ মে) পৃথক চ্যানেলে প্রচার হবে নাটকগুলো। এর মধ্যে মম অভিনয় করলেন কবিগুরুর কল্যাণী চরিত্রে। ‘অপরিচিতা’ গল্প অবলম্বনে নাটকটি পরিচালনা করছেন সুমন আনোয়ার। এতে আরও আছেন রওনক হাসান, সুমন আনোয়ার, শিল্পী সরকার অপু, জিয়াউল হাসান, এজাজ বারীসহ অনেকেই। এটিএন বাংলায় প্রচার হবে এটি।  

অন্যদিকে রবীন্দ্রনাথের গল্প ‘অস্পষ্ট’ থেকে দেশে প্রথমবারের মতো তৈরি হলো নাটক। এতে আছেন মম। তিনি জানান, ‘লিপিকা’ থেকে নেওয়া হয়েছে গল্পটি। এটি খুব বেশি পঠিত নয়। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ।  মমর পাশাপাশি আরও আছেন টুটুল চৌধুরী, শামীমা নাজনীন, রিমি করিম ও আরমান পারভেজ মুরাদ। এটি দেখা যাবে আরটিভির পর্দায়।  

রবীন্দ্রনাথের গল্পে কাজ করা প্রসঙ্গে মম বলেন, “এটা বলা মুশকিল যে, আমি তার কোন চরিত্রটা পছন্দ করি। এটা আমার সীমাবদ্ধতাও। একেকটা চরিত্রের একেকটা স্বাদ। সব চরিত্রকে আলাদাভাবে ব্যাখ্যা করা যায়। ‘মহামায়া’ করেছি, এটা এক রকম। ‘নিরুপমা’ (দেনা পাওনা অবলম্বনে) আরেক রকম। ‘নিশীথে’ আবার আলাদা। একইভাবে ‘অপরিচিতা’র কল্যাণীও আমার খুব প্রিয় চরিত্র। ”

মম জানান, তিনি এখন আছেন মানিকগঞ্জের নবগ্রামে। সেখানে ঈদের একটি নাটকের দৃশ্যধারণে অংশ নিচ্ছেন। এর নাম ‘আশার আলো’। এতে বিলেতফেরত এক তরুণীর ভূমিকায় অভিনয় করছেন মম। নাটকে ছোট চুলের মমকে শেকড়ের সন্ধান করতে দেখা যাবে। ‘আশার আলো’তে মমর সহশিল্পী কল্যাণ কোরাইয়া ও মৌসুমী হামিদ। এটি পরিচালনা করছেন সুমন আনোয়ার।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, মে ০৪, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।