বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে তৈরি হয়েছে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এটি কবির কবিতা অবলম্বনে নির্মাণ করেছেন সুমনা সিদ্দিকী।
অলোক বসুর চিত্রনাট্য ও সংলাপে ছবিটি পরিচালনা করেছেন সুমনা সিদ্দিকী । এতে মাধো চরিত্রে অভিনয় করেছেন রায়ান। আরও আছেন আজাদ আবুল কালাম, নাজনীন হাসান চুমকী, মাজনুন মিজান, অলোক বসু, কাজী উজ্জ্বল, লিটু সাখাওয়াৎ, বিশ্বজিৎ সরকার প্রমুখ।
ছবিটির গল্পে দেখা যাবে, জগন্নাথ তার ছেলে মাধোকে নিজের পেশার কাজে উদ্বুদ্ধ করতে চায়। কিন্তু মাধোর এসবের প্রতি মন নেই। তার মন পড়ে থাকে শহরতলির বাইরের দীঘির পাড়ে, গুলিডাঙা, দোলনা, ফলের বাগান, শালিক পাখি, কাঠবেড়ালি, মাছ ধরার ছিপ, সিসুডালের ছড়ি কিংবা তার কুকুর বটুর প্রতি।
বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, মে ০৪, ২০১৬
এসও