ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘পরনে ঢাকাই শাড়ি’ এবং পূজা সেনগুপ্ত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, মে ৭, ২০১৬
‘পরনে ঢাকাই শাড়ি’ এবং পূজা সেনগুপ্ত নাটকের দৃশ্যে পূজা সেনগুপ্ত

পূজা সেনগুপ্ত নাচের মেয়ে। তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটারে কয়েকটি নৃত্যনাট্যে কাজ করে প্রশংসিত হয়েছেন।

এবার তিনি নাটকে অভিনয় করলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বাঁশি’ কবিতা অবলম্বনে নির্মিত ‘পরনে ঢাকাই শাড়ি’তে কৃষ্ণা চরিত্রে দেখা যাবে তাকে।

পরিচালনার পাশাপাশি নাটকটির চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন আল মনসুর। এ ছাড়া কান্তবাবু চরিত্রে অভিনয়ও করেছেন তিনি। অন্যান্য চরিত্রে আছেন খায়রুল আলম সবুজ, লায়লা হাসান, শাহজালাল সবুজ প্রমুখ।

অভিনয় প্রসঙ্গে পূজা বাংলানিউজকে বললেন, ‘খুব ছোটবেলায় শিশুশিল্পী হিসেবে কয়েকটি নাটকে কাজ করেছি। তবে বেড়ে ওঠার পর এটাই আমার প্রথম নাটক। আল মনসুরের মতো গুণী একজন শিল্পীর সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে হাতছাড়া করিনি। এটা মনে রাখার মতো একটা অভিজ্ঞতা। শিল্পের ব্যাপারে তিনি খুব প্যাশনেট। আমার মধ্যেও এই প্যাশন কাজ করে। তবে অভিনয় নয়, নাচটাই করবো মূলত। ’

এদিকে আল মনসুর বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালি সত্ত্বার সঙ্গে ওতোপ্রতভাবে জড়িয়ে আছেন। তিনি চির আধুনিক। তাই কবিতায় ফুটে ওঠা প্রতিটি চরিত্র আর গল্পে বড় রকমের কোনো পরিবর্তন না এনে নান্দনিক নাটক নির্মাণের চেষ্টা করেছি। ’

রোববার (৮ মে) রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলেক্ষে বিটিভিতে রাত ৯টায় নাটকটি প্রচার হবে। ‘পরনে ঢাকাই শাড়ি’ প্রযোজনা করেছেন মাহফুজা আক্তার। তিনি বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বাঁশি’ অসাধারণ একটি কবিতা, আল মনসুরের মতো বড়মাপের একজন নির্মাতার হাতে কবিতাটি চমৎকার নাটকের ভাষা পেয়েছে। নির্মাণে কোনো রকম ছাড় দিইনি আমরা। বিটিভির স্টুডিওতে সেট তৈরি করে এবং গাজীপুরের কালিয়াকৈরে কাজ হয়েছে। ”

বাংলাদেশ সময় : ১১৫৯ ঘণ্টা, মে ৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।