ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

টিভিতে রবীন্দ্রজয়ন্তীর আয়োজন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, মে ৭, ২০১৬
টিভিতে রবীন্দ্রজয়ন্তীর আয়োজন

যে গুণী কবির আলোয় আজ বাংলা সাহিত্য বিশ্বসাহিত্যে উজ্জ্বল নক্ষত্র হয়ে আছে, সেই বিশ্বজনের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মতিথি পঁচিশে বৈশাখ।  কবিগুরুকে শ্রদ্ধা জানাতে রোববার (৮ মে) বিশেষ অনুষ্ঠানমালা সাজিয়েছে দেশের টিভি চ্যানেলগুলো।

দিনব্যাপী এসব আয়োজনে রয়েছে গান, নাটক, টেলিফিল্ম, আবৃত্তি, গীতিনৃত্যনাট্য, প্রামাণ্যচিত্রসহ নানা অনুষ্ঠান। সেগুলোর মধ্য থেকে নির্বাচিত কয়েকটির খবর।  


* ‘জীবিত ও মৃত’ টেলিফিল্মে প্রসূন আজাদ। মাছরাঙা টেলিভিশনে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে প্রচার হবে এটি। রবীন্দ্রনাথের গল্প অবলম্বনে পরিচালনায় তুহিন হোসেন। এতে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার।  


* ‘অপরিচিতা’ নাটকে রওনক হাসান ও জাকিয়া বারী মম। আরটিভিতে প্রচার হবে রাত ৮টা ২০ মিনিটে। নাট্যরুপ ও পরিচালনায় সুমন আনোয়ার।


* ‘মুক্তির উপায়’ নাটকে শামীমা তুষ্টি ও শতাব্দী ওয়াদুদ। চ্যানেল আইয়ে প্রচার হবে রাত ৮টায়। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে চিত্রনাট্য লিখেছেন লিটু সাখাওয়াত, পরিচালনা করেছেন সথীর্ত রহমান রুবেল। এতে আরও অভিনয় করেছেন গোলাম ফরিদা ছন্দা, কাজী রাজু, কাজী উজ্বল।


* ‘পুত্রযজ্ঞ’ নাটকে জিতু আহসান শশী। দেশ টিভিতে প্রচার হবে রাত ৭টা ৪৫ মিনিটে। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নাহিদ আহমেদ পিয়াল। এতে আরও অভিনয় করেছেন দিপা খন্দকার।  


* ‘হঠাৎ দেখা’ নাটকে নুসরাত ইমরোজ তিশা ও আফরান নিশো। এনটিভিতে প্রচার হবে রাত সাড়ে ১১টায়। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অবলম্বনে চিত্রনাট্য লিখেছেন মাসুম শাহরিয়ার, পরিচালনায় আবু হায়াত মাহমুদ।  


* ‘অস্পষ্ট’ নাটকের দুই শিল্পী মম ও রিমি করিম। এটিএন বাংলায় প্রচার হবে রাত ৮টা ৪৫ মিনিটে। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে ত্রনাট্য ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ।


* শিমুল মুস্তাফা। মাছরাঙা টেলিভিশনের ‘কবিতা ও গানে কবিগুরু’ অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করবেন তিনি। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে রাত ১১টায়। এতে গাইবেন সালমা আকবর ও মহিউজ্জামান চৌধুরী। বৈশাখী টেলিভিশনের ‘রবির আলোয়’ অনুষ্ঠানেও আবৃত্তি করবেন শিমুল মুস্তাফা।


* রবীন্দ্রসংগীত শিল্পী সাদি মহম্মদ ও লিলি ইসলাম। দুপুর ২টা ৪০ মিনিটে চ্যানেল আইয়ের ‘গানের উৎসব’ এবং রাত ১১টায় বৈশাখী টেলিভিশনের ‘রবির আলোয়’ অনুষ্ঠানে গাইবেন তারা। দুটি আয়োজনই স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে।  


* (বাঁ থেকে) ভাস্বর বন্দোপাধ্যায় ও লাইসা আহমেদ লিসা। দেশ টিভির ‘তোমায় ভালোবেসে’ অনুষ্ঠানে তাদের সঙ্গে থাকবেন অনিমা রায়। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে রাত ৯টা ৪৫ মিনিটে। উপস্থাপনায় তানিয়া হোসেন।  


* (বাঁ থেকে) পুতুল, সাব্বির, পূজা ও লুইপা। আধুনিক গানের জনপ্রিয় এই শিল্পীরা গেয়েছেন রবীন্দ্রসংগীত। ‘প্রাণের মাঝে আয়’ শিরোনামের অনুষ্ঠানটি একুশে টেলিভিশনে প্রচার হবে রাত ৮টায়।  


* ‘মনে রবে কিনা রবে আমারে’ অনুষ্ঠানে ইভা রহমান। এটিএন বাংলায় প্রচার হবে রাত ৮টায়। রবীন্দ্রসংগীতের অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন কলকাতার কণ্ঠশিল্পী শ্রীকান্ত আচার্য।

রবীন্দ্রমেলা
চ্যানেল আইয়ের আয়োজনে ১১বারের মতো হতে যাচ্ছে রবীন্দ্রমেলা। রবীন্দ্র সাহিত্যচর্চায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এবারের আয়োজনে আজীবন সম্মাননা পাচ্ছেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি ও শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সায়ীদ। আর রবীন্দ্রসংগীত চর্চায় বিশেষ অবদানের জন্য কণ্ঠশিল্পী তপন মাহমুদকে দেয়া হবে আজীন সম্মাননা। চ্যানেল আই ভবন চত্বরে রোববার বিকেল সাড়ে ৪টায় শুরু হবে মেলা। মঞ্চ থেকে পরিবেশিত হবে নবীন-প্রবীন শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্রসংগীত, নৃত্যনাট্য, শিশুনৃত্য, রবীন্দ্র কবিতা থেকে আবৃত্তি, রবীন্দ্র রচনাবলী থেকে পাঠ, রবীন্দ্র বিষয়ক ছবি আঁকা ইত্যাদি। থাকবে ক্ষুদ্র ও কুটিরশিল্পের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ২৫টি স্টল। এটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।

একটুকু ছোঁয়া লাগে
রাজধানীর রাওয়া কনভেনশন হলে সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে বিশেষ অনুষ্ঠান ‘একটুকু ছোঁয়া লাগে’। এটি সরাসরি সম্প্রচার করবে এসএ টিভি। থাকছে গীতাঞ্জলির সমবেত সংগীত। আবৃত্তি করবেন ইকবাল বাহার চৌধুরী, আহ্কাম উল্লাহ্, শারমিন লাকী, নাজনীন হাসান চুমকী, সামিউল ইসলাম পোলাক। সংগীত পরিবেশনায় রেজওয়ানা চৌধুরী বন্যা, সাদী মহম্মদ, লিলি ইসলাম, সালমা আকবর, সাজেদ আকবর, ফাহিম হোসেন চৌধুরী, শামা রহমান, অণিমা রায়, আজিজুর রহমান তুহিন। সঞ্চালনায় অনন্ত হিরা ও নূনা আফরোজ দম্পতি।  

এই বাংলায় রবীন্দ্রনাথ
বাঙলা সংস্কৃতি তথা বাঙালির আত্মপরিচয়ের সবচেয়ে বড় প্রকাশ রবীন্দ্রনাথ ঠাকুর। নিজের সাহিত্যে বিশেষ করে গান, কবিতা, গল্প, নাটক, প্রবন্ধে তিনি বিশ্বসভ্যতার সংকটের কথা বলেছেন, বলেছেন ভোগবাদ ও ধর্মীয় কুসংস্কার থেকে মুক্তির কথা। গ্রামের কৃষিজীবী মানুষ এবং বাংলার লোক সংস্কৃতির প্রতি ছিল তার গভীর মনোযোগ। তিনি রূপ থেকে অরুপের সন্ধানে ব্রতী হয়ে মানব জাতির মুক্তির কথা বলেছেন। ‘গীতাঞ্জলী’সহ রবীন্দ্রনাথের এই বিস্ময়কর সৃষ্টির বড় অংশ তৈরি পূর্ববঙ্গ তথা এই বাংলায়। তার সেই দিকটি নিয়ে এনটিভিতে দুপুর ২টা ৩০ মিনিটে স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে ‘এই বাংলায় রবীন্দ্রনাথ’। রোকেয়া প্রাচীর উপস্থাপনায় এ অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথি হলেন অধ্যাপক আফসার আহমদ, শিল্পী অনিমা রায় ও চঞ্চল খান।  

এসো আনন্দ আলোয়
এটিএন বাংলায় রাত ১০টা ৫৫ মিনিটে প্রচার হবে ম্যাগাজিন অনুষ্ঠান ‘এসো আনন্দ আলোয়’। এতে রয়েছে আবৃত্তি, দলীয় নৃত্য, দুটি কথা, সংগীত পরিবেশনা, নাট্যাংশ ও পদ্মাপাড়ের রবীন্দ্রনাথের প্রতিবেদন। ‘শেষের কবিতা’ থেকে আবৃত্তি করেছেন শিমুল মুস্তাফা। ‘আনন্দলোকে’ গানের সঙ্গে নৃত্য পরিবেশনা করেছেন অলিভ ইসলাম ও তার দল। সংগীত পরিবেশন করেছেন তপন মাহমুদ ও সালমা আকবর। বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের অর্থনৈতিক চিন্তা নিয়ে কথা বলেছেন জাতীয় অধ্যাপক মুস্তাফা নূর উল ইসলাম এবং অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ। নাটক ‘কালের যাত্রাধ্বনি’ থেকে নাট্যাংশ উপস্থাপনা করেছে পদাদিক নাট্য সংসদ। উপস্থাপনায় অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম।

বাংলাদেশ সময় : ১৩৫৪ ঘণ্টা, মে ৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।