ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ব্রিফকেস নিউক্লিয়ার বোমা ঠেকাবেন শাকিব খান!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, মে ৯, ২০১৬
ব্রিফকেস নিউক্লিয়ার বোমা ঠেকাবেন শাকিব খান! শাকিব খান-ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

১৯৮৮ সালে রাশিয়া পৃথিবীজুড়ে এক ভয়ঙ্কর আতঙ্কের জন্ম দেয়। এর নাম ব্রিফকেস নিউক্লিয়ার বোমা।

এই বোমা বিস্ফোরিত হলে মানুষ তো দূরের কথা, কোনো চারা গাছও স্বাভাবিকভাবে জন্মাবেনা পরবর্তী ৫০ বছরে। এজেন্ট রানা (শাকিব খান) আপ্রাণ চেষ্টা করছেন ঢাকায় এই ধ্বংসযজ্ঞ ঠেকানোর। তিনি কী পারবেন? 

এমনই টান টান গল্প থাকছে জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের নতুন ছবি ‘অপারেশন অগ্নিপথ’-এ। এতে মূল চরিত্রে রূপদান করছেন তিনি। আশিকুর রহমানের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় ছবিটিতে নতুনভাবে হাজির হচ্ছেন শাকিব খান।  

ছবিটির গল্পে দেখা যাবে, ১৯৯৫ সালের পর ১৬৫ টি বোমার মধ্যে ৮৯ টি বোমা আমেরিকা কৌশলে দখল করে নেয়। বাকি ৭৬ টি বোমা আর খুঁজে পাওয়া যায়নি। এগুলো চলে যায় কালো বাজারিদের হাতে। এর মধ্যে একটি বোমা ঢাকায় প্রবেশ করবে ২৩ অক্টোবর। এটি ঠেকিয়ে দিতেই লড়তে দেখা যাবে কিংখান শাকিব খানকে।  

আশিক জানান, অচিরেই ছবিটির দৃশ্যধারণের দিন চূড়ান্ত করা হবে। অ্যাকশন থ্রিলারধর্মী ছবিটিতে শাকিবের নায়িকা থাকছেন শিবা আলী খান। আশিক এর আগে আরিফিন শুভকে নিয়ে ‘কিস্তিমাত’ ও ‘মুসাফির’ এবং অপূর্বকে নিয়ে ‘গ্যাংস্টার রিটার্নস’ ছবিগুলো পরিচালনা করেন। শাকিবের সঙ্গে ‘অপারেশন অগ্নিপথ’ই তার প্রথম কাজ।  

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, মে ০৯, ২০১৬
এসও   


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।