ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আলী যাকেরকে নিয়ে শুরু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, মে ১৬, ২০১৬
 আলী যাকেরকে নিয়ে শুরু  আলী যাকের

মঞ্চ ও টিভি নাটকের শক্তিমান অভিনেতা আলী যাকের এখন খুব একটা অভিনয় করেন না। বিশেষ দিবসের নাটকগুলোতে কালেভদ্রে হাজির হন তিনি।

এবার একটি ব্যতিক্রমী টিভি অনুষ্ঠানে উপস্থিত হবেন। প্রথম পর্বের অতিথি হয়েছেন আলী যাকের।  

মঙ্গলবার (১৭ মে) থেকে রাত ৮টা ৪০ মিনিটে এটিএন বাংলায় সম্প্রচার শুরু হচ্ছে ভিন্নধর্মী অনুষ্ঠান ‘চিন্তিত’। ড. নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আসলাম শিকদার। অনুষ্ঠানের প্রতি পর্বে ভিন্ন ভিন্ন বিষয়বস্তু নিয়ে স্টুডিওতে আগত অতিথির সঙ্গে আলাপচারিতায় অংশ নেবেন উপস্থাপক।  এর ফাঁকে ফাঁকে অনুষ্ঠানের কনসেপ্ট নিয়ে গ্রাফিকস এ্যানিমেশন ও ভিডিওচিত্রের মাধ্যমে নির্মিত প্রতিবেদন প্রচার করা হবে। এই প্রতিবেদনের ওপর নির্ভর করেই স্টুডিওতে আলোচক ও উপস্থাপককে নিয়ে নির্মাণ করা হবে একেকটি পর্ব।
 
বাঙালি তার গৌরব, অর্জন, আনন্দ-বেদনা খুব দ্রুতই ভুলে যায়। এ বিষয়টি উঠে আসবে প্রথম পর্বে। আমন্ত্রিত আলোচক আলী যাকের তার নিজের স্মৃতি, অর্জন, প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করবেন।  

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, মে ১৬, ২০১৬
এসও 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।