ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মিঠুনের প্রশংসায় হাবিব ওয়াহিদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, মে ১৭, ২০১৬
মিঠুনের প্রশংসায় হাবিব ওয়াহিদ হাবিব ওয়াহিদ ও মিঠুন চক্র

জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ অানুষ্ঠানিকভাবে প্রশংসা করেছেন নবাগত কণ্ঠশিল্পী মিঠুন চক্রকে। বহুল প্রচলিত একটি আঞ্চলিক গান গাওয়ায় মিঠুনকে শুভকামনা জানিয়েছেন হালের এই ক্রেজ।

 

‘ও আমার একজন ভালো বন্ধু। এর থেকেও তার বড় পরিচয় হলো ও একজন চমৎকার সুরকার, ড্রামস ও পারকাশন বাদক। প্রতিভা দিয়ে প্রমাণ করেছেন যে, ও একজন ভালো শিল্পী-’ মিঠুন চক্রকে উদ্দেশ্য করে সোমবার (১৬ মে) রাতে এই কথাগুলো নিজের ফেসবুক পাতায় লিখেছেন হাবিব।  

সম্প্রতি বাংলাঢোলের ব্যানারে প্রকাশ হয়েছে মিঠুনের গাওয়া ‘সাম্পানওয়ালা’ শিরোনামের একটি গান ও ভিডিওচিত্র। গুণী শিল্পী কল্যাণী ঘোষের ছেলে মিঠুন ড্রামস ও পারকাশন বাদক হিসেবে পরিচিত। সঞ্জীত আচার্যের লেখা ও গাওয়া জনপ্রিয় গানটি নতুন সংগীতায়োজনে গেয়ে আলোচনায় এসেছেন মিঠুন।

হাবিবের সংগীতযাত্রায় দীর্ঘদিনের সঙ্গী মিঠুন। মঞ্চে তাদের ‘জ্যামিং’ আলাদা করে চোখে পড়ে। হাবিবের পাশাপাশি প্রতিশ্রুতিশীল এই বাদককে নিয়মিত বাজাতে দেখা যায় কুমার বিশ্বজিতসহ শীর্ষ গায়কদের কনসার্টে।

মিঠুন সম্পর্কে হাবিব আরও লিখেছেন, ‘…বিভিন্ন অনুষ্ঠানে মিঠুন তার শ্রোতাদের মুগ্ধ করে গান পরিবেশন করেন। সেইসঙ্গে কিংবদন্তি শিল্পী এ আর রহমানের সঙ্গে কাজ করে ও সংগীতে তার মেধার বিকাশ ঘটিয়েছেন সম্পূর্ণ ভিন্নভাবে। মিঠুন তা ইতোমধ্যেই তার গায়কীর মাধ্যমে দর্শকদেরকে দেখিয়েছেন। ওর প্রথম গানে চট্রগ্রামের একটি লোকসংগীত তুলে ধরেছেন অত্যন্ত ভিন্ন পরিবেশনার মাধ্যমে। আমি মিঠুনের এই অগ্রযাত্রায় শুভকামনা জানাচ্ছি। ’

এ ব্যাপারে মিঠুন বলেন, ‘হাবিব ওয়াহিদ মহীরূহের মতো। গুনী এই সংগীতশিল্পীর আশীর্বাদ পেয়েছি, এটা বড় প্রাপ্তি। তিনি একইসঙ্গে আমার অভিভাবক ও পরামর্শদাতা। ’

* মিঠুনের গাওয়া ‘সাম্পানওয়ালা’ গানের ভিডিও: 

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, মে ১৭, ২০১৬

এসও/জেএম

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।