ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

লাক্স-কান কথা

মা-মেয়ে, বাবা ও আফগান যুদ্ধ

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০০ ঘণ্টা, মে ১৮, ২০১৬
মা-মেয়ে, বাবা ও আফগান যুদ্ধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কান (ফ্রান্স) থেকে :  কন্যাসন্তান আনতিয়াকে নিয়ে মাদ্রিদে থাকেন জুলিয়েটা। আনতিয়ার বাবা ও জুলিয়েটার স্বামীর জোয়ানের মৃত্যুর কারণে দু’জনই চুপচাপ হয়ে যায়।

শোক কখনও কখনও মানুষকে কাছে টানে না, দূরেও সরিয়ে দেয়। এই মা-মেয়ের বেলায়ও সেটাই হয়েছে।
 
বয়স আঠারো হতেই কোনো ব্যাখ্যা না দিয়েই মাকে ছেড়ে চলে যায় আনতিয়া। কিন্তু মায়ের মন তো মানে না। জুলিয়েটা যতোটা সম্ভব মেয়েকে চোখে চোখে রাখতে চেষ্টা করেন। যতো দেখেন জুলিয়েটা ততো বুঝতে পারেন মেয়ের কতো কিছুই তো তিনি জানতেন না!
 
গল্পটা খ্যাতিমান স্প্যানিশ চলচ্চিত্রকার পেড্রো আলমোডোভারের নতুন ছবি ‘জুলিয়েটা’র। এটি মূলত অনিশ্চয়তার দোলাচলে একজন মায়ের টিকে থাকার গল্প। আমাদের জীবন থেকে ভালোবাসার মানুষদের মুছে ফেলা ও তাদের কাছ থেকে দূরে সরে যাওয়ার নির্মমতার কথাও বলতে চেয়েছেন নির্মাতা।
 
কান চলচ্চিত্র উৎসবের সপ্তম দিনে সকাল সাড়ে আটটায় গ্র্যান্ড থিয়েটার লুমিয়ের ও সাল দুবুসিতে দেখানো হয়েছে প্রতিযোগিতা বিভাগে স্থান পাওয়া ছবিটি। দুপুর দেড়টা ও সন্ধ্যা সাড়ে সাতটায় আরও দু’বার এর প্রদর্শনী হয় গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে। স্বর্ণপাম জেতার লড়াইয়ে এটি থাকছে সামনের সারিতেই।
 
প্রতিযোগিতা বিভাগে এদিন বিকেল চারটায় ব্রাজিলিয়ান নির্মাতা ক্লেবার মেনডোঙ্কা ফিলোর ‘অ্যাকুয়ারিয়াস’ ছবির উদ্বোধনী প্রদর্শনী হয়েছে। এর গল্প ৬৫ বছরের বৃদ্ধা ক্লারাকে ঘিরে। ব্রাজিলের রেসিফেতে সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম। একসময় সংগীত সমালোচক ছিলেন তিনি। এখন অবসর নিয়েছেন। তার স্বামী মারা গেছেন। ১৯৪০ সালে প্রতিষ্ঠিত রেসিফের অ্যাভেনিদা বোয়া ভায়াজেমের সমুদ্রমুখী অ্যাকুয়ারিয়াসের দোতলা বিল্ডিংয়ের শেষ বাসিন্দা তিনি।
 
প্রতিবেশী সব অ্যাপার্টমেন্টই একটি প্রতিষ্ঠান প্লট তৈরির জন্য নিয়েছে। তাদের নজর পড়েছে ক্লারার বাড়িটির দিকেও। কিন্তু তিনি আমৃত্যু এখানে থাকতে চান। এ কারণে প্রতিষ্ঠানটির সঙ্গে তার স্নায়ুযুদ্ধ শুরু হয়। দুশ্চিন্তায় ক্লারার দৈনন্দিন জীবনযাপনে ব্যাঘাত ঘটে। এ ঘটনা ভালোবাসার মানুষজন, অতীত ও ভবিষ্যত নিয়ে ভাবায় তাকে। এতে ক্লারা চরিত্রে অভিনয় করেছেন সোনিয়া ব্রাগা।
 
সকাল ১১টা ও রাত দশটায় গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে প্রদর্শিত হয়েছে প্রতিযোগিতা বিভাগের আরেক ছবি ফরাসি নির্মাতা অলিভিয়ে অ্যাসাইয়াসের ‘পার্সোনাল শপার’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন হলিউড অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট। একই বিভাগে আগের দিন প্রদর্শিত যুক্তরাষ্ট্রের জেফ নিকোলস পরিচালিত ‘লাভিং’ সকাল সাড়ে দশটা ও জিম জারমাশের ‘প্যাটারসন’ দুপুর ১টায় ফের দেখানো হয়েছে সাল দ্যু সসানতিয়েমে।  
 
আনসার্টেন রিগার্ডে
এ বিভাগে সকাল ১১টায় ও বিকেল সাড়ে চারটায় সাল দুবুসিতে ছিলো ফরাসি দুই নারী নির্মাতা ডেলফিন কাউলিন ও মুরিয়েল কাউলিনের ‘দ্য স্টপওভার’। এর গল্প আফগানিস্তানে দায়িত্ব পালন শেষে দুই তরুণী সেনাসদস্য অরোরি ও মরিন সাইপ্রাসের এক পাঁচতারকা হোটেলে পর্যটকদের মাঝে তিন দিনের ছুটি কাটাতে যায়। কিন্তু যুদ্ধ ও সহিংসতার অভিজ্ঞতা পেছনে ফেলে আসা অতো সহজ নয়।
 
সাল দুবুসিতে দুপুর দুইটায় দেখানো হয় ‍যুক্তরাষ্ট্রের ম্যাট রস পরিচালিত ‘ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক’। এর গল্পে দেখা যায় গহীন অরণ্যে সমাজ থেকে বিচ্ছিন্ন থেকে বাবা তার ছয় সন্তানকে অসাধারণ দক্ষ হিসেবে গড়ে তোলায় নিবেদিত হন। কিন্তু এক ট্র্যাজেডির কারণে তাদেরকে সেই স্থান ছেড়ে বেরিয়ে যেতে হয়। এরপর থেকে ছেলেমেয়েদেরকে বাবা যা যা শিখিয়েছেন তা প্রতিনিয়ত প্রশ্নের মুখে পড়ে। ছবিটিতে অভিনয় করেছেন ভিগো মর্টেনসেন, ফ্রাঙ্ক ল্যাঙ্গেলা, স্টিভ জ্যান, জর্জ ম্যাকে, ক্যাথরিন হান ও অ্যান ডোড। আনসার্টেন রিগার্ড বিভাগে আগের দিন প্রদর্শিত বু জানফেং পরিচালিত ‘অ্যাপ্রেন্টিস’ সাল বাজিনে দুপুর দুইটায় এবং ডেভিড ম্যাকেঞ্জির ‘হেল অর হাই ওয়াটার’ সাল দ্যু সসানতিয়েমে রাত দশটায় ফের দেখানো হয়।
 
ধ্রুপদী ছবি
কান ক্ল্যাসিকসে এদিন রাত সাড়ে আটটায় ছিলো যুক্তরাষ্ট্রের স্যালি সাসম্যান পরিচালিত ‘মিডনাইট রিটার্ন: দ্য স্টোরি অব বিলি হেইস অ্যান্ড টার্কি’ (২০১৬)। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র। তাই তিনি লড়ছেন ক্যামেরা দ’র পুরস্কারের জন্য। বিকেল চারটায় জাপানের কেনজি মিজোগুচির ‘উগেতসু মোনোগাতারি’ (১৯৫৩), সন্ধ্যা ছয়টায় মিসরের ইউসেফ শাহিনের ‘আদিউ বোনাপার্তে’ (১৯৮৪) এবং রাত সাড়ে দশটায় দেখানো হয় মারিও বাভার ‘প্লানেট অব দ্য ভ্যাম্পায়ারস’ (১৯৬৫)। এগুলো দেখা গেছে সাল বুনুয়েলে।    
 
ক্রিটিকস বিভাগ ও ডিরেক্টরস ফোর্টনাইট
সমালোচকদের বিভাগে সাড়ে ১১টা, বিকেল ৫টা ও রাত সাড়ে ১০টায় ছিলো ভাতশি বুলআওয়ারজিয়ানের ‘ট্রেমন্টেন’। এটি তার প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র। তাই তিনি আছেন ক্যামেরা দ’র পুরস্কারের দৌড়ে। আগের দিন দেখানো অলিভার ল্যাক্সের ‘মিমোসাস’ সকাল সাড়ে আটটা এবং ক্লদ ব্যারাসের ‘মাই লাইফ অ্যাজ অ্যা কারজেট’ বিকেল তিনটায় ফের দেখানো হয়। এগুলো প্রদর্শিত হয়েছে এসপেস মিরামারে।
 
জেডব্লিউ ম্যারিয়টের থিয়েটারে ডিরেক্টরস ফোর্টনাইট বিভাগে সকাল পৌনে ৯টা ও বিকেল সোয়া পাঁচটায় ক্লদিও জিওভান্নেসির ‘ফিওরি’, দুপুর ১২টা ও রাত সোয়া আটটায় ছিলো সোলভেইগ আনসপাচের ‘দ্য টুগেদার প্রজেক্ট’।
 
অন্যান্য ছবি
সাল দ্যু সসানতিয়েমে রাত পৌনে আটটায় গ্রেগরি লেপ্রিন্স রিঙ্গুয়েত পরিচালিত ‘ফুল মুন’ ছবির বিশেষ প্রদর্শনী হয়েছে। প্রতিযোগিতা বিভাগের বাইরে আগে প্রদর্শিত শেন ব্ল্যাকের ‘দ্য নাইস গাইস’ সাল দ্যু সসানতিয়েমে এদিন আবার দেখানো হয় বিকেল সোয়া তিনটায়। সাগরপাড়ে রাত সাড়ে ৯টায় সিনেমা ডি লা প্লাজ বিভাগে ছিলো চার্লি চ্যাপলিনের ‘দ্য গ্রেট ডিক্টেটর’।
 
বাংলাদেশ সময় : ০৪৫৯ ঘণ্টা, মে ১৮, ২০১৬
জেএইচ

** এটা অনেকটা স্বপ্নের মতো: তৌকীর আহমেদ
***সোনালি-রূপালি ক্রিস্টেনকে দেখে...

***ছক্কা হাঁকানোর দিনে!

***কান হয়ে উঠলো বাংলাদেশময়
** মল্লিকার উড়ন্ত চুম্বন
**
সোনমের পোশাক নিয়ে হাসাহাসি
** রাসেল ক্রো ও রায়ান গসলিংয়ের সঙ্গে সেলফি

** চলচ্চিত্রের মহাযজ্ঞে তুমুল ব্যস্ত দিন
** মারিয়ন ছড়ালেন ফরাসি সৌরভ

** কান ক্ল্যাসিকসে খান আতার ছবি
**
নতুন নতুন ও ধ্রুপদী ছবির মিলনমেলা
**বৃষ্টিভেজা কান...
**ঐশ্বরিয়া পেলেন লাল গোলাপের তোড়া

**স্টিভেন স্পিলবার্গের খুব সামনে
** লালগালিচায় তৌকীর-বিপাশা
**প্রস্তুতি ছাড়াই কান মাতালেন ঐশ্বরিয়া
** পাগলা হাওয়ার তোড়ে...
** এই রাত ক্লুনি-আমালের!
***আরাধ্যকে নিয়ে কানে ঐশ্বরিয়া

***জুলিয়া রবার্টসের পায়ে জুতা নেই!
***তোমরা ভুলে গেছো মল্লিকার নাম!
***জুলিয়েট বিনোশকে দেখে চোখ ফেরানো দায়!
***এক প্যাকেট বাদাম দুই ইউরো
**মন কেড়ে নেওয়া গল্পগুলো
**কান উৎসবের বাজেট ২ কোটি ইউরো!
**বাংলানিউজের ক্যামেরাবন্দি জুলিয়া রবার্টস ও জর্জ ক্লুনি
**দেখুন কানে কি না হয়!

** পর্দা উঠলো কান উৎসবের
** হেঁটেছি স্বপ্নের লাল গালিচায়
** শুরুর আগেই জমে উঠেছে লড়াই!
** বিচারকদের সামনে বাংলানিউজ
** সারারাত বৃষ্টির পর ‘ক্যাফে সোসাইটি’
** ইস্তাম্বুলে আইসক্রিম কিনলে ওয়াইফাই ফ্রি!
** ব্যাজের সঙ্গে ব্যাগভর্তি কাগজপত্র দিলেন আয়োজকরা
** কান উৎসবের পর্দা ওঠার অপেক্ষা
বাংলাদেশ সময় : ০৪৫৯ ঘণ্টা, মে ১৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।