ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ঢাকায় উড়বে ‘অ্যাংরি বার্ডস’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, মে ১৮, ২০১৬
ঢাকায় উড়বে ‘অ্যাংরি বার্ডস’

অন্তর্জাল দুনিয়ার অন্যতম জনপ্রিয় একটি খেলা হচ্ছে অ্যাংরি বার্ডস। এখনও পর্যন্ত এই খেলাটি ডাউনলোড করেছেন তিনশ’ কোটিরও বেশি মানুষ।

 এবার রুপালি পর্দা জয় করবে অ্যাংরি বার্ডস।  

ক্ষুব্ধ পাখির প্রতিশোধের কাহিনী নিয়ে তৈরি হয়েছে চলচ্চিত্র ‘দ্য অ্যাংরি বার্ডস’। ‌এটি নির্মাণ করেছে গেমস প্রতিষ্ঠান রোভিও এন্টারটেইনমেন্টের ও সনি পিকচার্স। ২০ মে যুক্তরাষ্ট্রসহ ৭৫ টি দেশে মুক্তি পাবে ছবিটি। তালিকায় আছে বাংলাদেশও। রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স নিয়ে আসছে ‘অ্যাংরি বার্ডস’। এর আগে আমন্ত্রিত অতিথিদের জন্য বিশেষ প্রদর্শনী করা হবে।  

নতুন কোনো ছবি মুক্তির আগে সে ছবির গান, অভিনয়শিল্পী কিংবা ছবির কোনো বিশেষ বিষয় নিয়ে ট্রেলার প্রকাশিত হয়। এ ছবির ট্রেলারটি নির্মিত হয়েছে ‘অ্যাংগার ম্যানেজমেন্ট’ বা রাগ নিয়ন্ত্রণ নিয়ে। এতে দেখানো হয়েছে কোন পরিস্থিতিতে ও কেন পাখিগুলো রেগে যায় এবং কীভাবেই বা তারা তাদের রাগ নিয়ন্ত্রণ করে। ফিনল্যান্ডের গেম নির্মাতা প্রতিষ্ঠান রোভিওর তৈরি শিশুদের মাঝে তুমুল জনপ্রিয়তা পাওয়া গেমস ‘অ্যাংরি বার্ডস’-এর নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে লাল-হলুদ রঙের কয়েকটি রাগী পাখির চেহারা। পাখিগুলো ডিম চুরির জন্য সবুজ রঙের ‘ব্যাড পিগিস’ বা শুকরছানাকে শায়েস্তা করতে ব্যস্ত। রাগী পাখিগুলোর এ অভিযানে তাদেরকে সাহায্য করতেই অংশ নেয় গেমাররা। রাগী এই পাখিগুলোর মধ্যে রয়েছে লাল রঙের ‘রেড’, হলুদ রঙা ‘চাক’ ও কালো রঙের ‘বম্ব’।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, মে ১৮, ২০১৬
বিএসকে/এসও
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।