ঢাকা: দেশের জনপ্রিয় রক ব্যান্ড আর্টসেল, তাদের বহু প্রতীক্ষিত তৃতীয় অ্যালবাম প্রকাশের ঘোষণা দিয়েছে। ঈদুল ফিতরকে সামনে রেখে জি সিরিজের সহযোগিতায় শুধু জিপি মিউজিকে মুক্তি পেতে যাচ্ছে অ্যালবামটি।
মঙ্গলবার (২৪ মে) বসুন্ধরা আবাসিক এলাকার গ্রামীণফোন ভবনে আর্টসেল ও জিপিরর পক্ষ থেকে যৌথভাবে এ ঘোষণা দেওয়া হয়।
ঘোষণায় বলা হয়, আবির্ভাবেই বাংলা রক গানের ধারা পরিবর্তনকারী ব্যান্ডদলটি ১০ বছর পর তাদের নতুন অ্যালবাম মুক্তি দিতে যাচ্ছে। তবে অ্যালবামের নাম প্রকাশের ক্ষেত্রে এখনও রহস্য রাখা হয়েছে। কারণ, ব্যান্ডটি আরও পরে এর নামকরণের সিদ্ধান্ত নিয়েছে। আর্টসেল ব্যান্ডের লাইনআপে আছেন লিঙ্কন, এরশাদ, সেঁজ ও সাজু।
শ্রোতাদের মাতানোর জন্য আর্টসেল নতুন অ্যালবামের অবিমিশ্রতা শিরোনামের একটি গান মিউজিক ভিডিও আকারে রিলিজ করেছে। ইতিমধ্যে জিপি ইউটিউব এবং সামাজিক এই মিউজিক ভিডিওটির টিজার ব্যাপক আলোড়ন তুলেছে।
এছাড়া জিপি মিউজিক শ্রোতাদের জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যেখান থেকে পাঁচজন ভাগ্যবান শ্রোতা সুযোগ পেয়েছেন অ্যালবাম ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত থাকার।
এই অ্যালবাম প্রসঙ্গে আর্টসেলের ভোকালিস্ট এবং গিটারিস্ট জর্জ লিঙ্কন ডি কস্টা বলেন, আমাদের ব্যান্ডের চারজন সদস্যের জন্য এই অ্যালবামটির গুরুত্ব অনেক। অ্যালবামের গানগুলো নিয়ে আমরা অনেক কাজ করেছি এবং গানগুলোর জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা রয়েছে। অবিমিশ্রিতাসহ পুরো অ্যালবামের গানগুলো শ্রোতারা উপভোগ করবেন বলে আমরা অত্যন্ত আশাবাদী।
নতুন অ্যালবাম ঘোষণার পাশাপাশি আর্টসেল তাদের সকল শ্রোতা, আর্টসেল আর্মি’কে একত্র হওয়ার আহ্বান জানিয়েছে তাদের দর্শন ‘আর্টসেলিজম’ ছড়িয়ে দেওয়ার জন্য। ব্যান্ড দলটি www.artcellism.com নামে তাদের একটি ওয়েবসাইট উন্মোচন করেছে। যেখানে তাদের নুতন অ্যালবামের খবর পাওয়া যাবে।
গ্রামীণফোনের ডিজিটাল সার্ভিসের প্রধান মুনতাসীর হোসেন বলেন, জনপ্রিয় ব্যান্ড আর্টসেলকে দশ বছর পর অ্যালবাম বের করতে সহায়তা করতে পেরে আমরা আনন্দিত। অ্যালবামের কিছু গানের অংশ বিশেষ আমরা শুনেছি এবং আমাদের বিশ্বাস এটি দর্শকের মাঝে আলোড়ন তুলবে।
অবিমিশ্রিতার মিউজিক ভিডিও জিপি মিউজিক-এর অফিসিয়াল ফেসবুক পেইজ www.facebook.com/GPMusicNow পাওয়া যাবে। অডিও ট্রাকটি এক্সক্লুসিভলি পাওয়া যাবে জিপি মিউজিক-এ। সকল অ্যান্ড্রয়েড এবং আইওএস ববহারকারীরা যথাক্রমে গুগল প্লে স্টোর এবং অ্যাপলের অ্যাপ স্টোর থেকে জিপি মিউজিক অ্যাপ্লিকেশনটি থেকে ডাউনলোড করতে পারবেন।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মে ২৪, ২০১৬
জেপি/এমজেএফ/