ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ওষুধের বিষক্রিয়া কেড়ে নিয়েছে প্রিন্সের প্রাণ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, জুন ৪, ২০১৬
ওষুধের বিষক্রিয়া কেড়ে নিয়েছে প্রিন্সের প্রাণ

অতিরিক্ত ওষুধের বিষক্রিয়ায় সংগীতশিল্পী প্রিন্সের মৃত্যু হয়েছে। ব্যথানাশক ওষুধ ফেন্টানিল মাত্রাতিরিক্ত সেবন করেছিলেন তিনি।

মিডওয়েস্ট মেডিক্যাল এক্সামিনার’স অফিসের টক্সিকোলজি পরীক্ষায় এ তথ্য বেরিয়েছে।

গত ২১ এপ্রিল ৫৭ বছর বয়সে না ফেরার দেশে চলে যান যুক্তরাষ্ট্রের এই পপ সুপারস্টার, গীতিকার ও গায়ক প্রিন্স। নিজের বাড়ির লিফটে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে। এতোদিন পর্যন্ত তার মৃত্যুর কারণ অজানা ছিলো।

গত মাসেই অবশ্য গোয়েন্দা কর্মকর্তারা মার্কিন গণমাধ্যমকে জানিয়েছে, প্রেসক্রিপশনে দেওয়া ব্যথানাশক ওষুধের কারণেই প্রিন্সের মৃত্যু হয়ে থাকতে পারে। কারণ যে ব্যথানাশক ওষুধ অতিরিক্ত সেবনের কারণে প্রিন্সের মৃত্যু হয়েছে তা প্রেসক্রিপশন ছাড়া কেনা যায় না। তাই তার ব্যক্তিগত চিকিৎক মাইকেল শুলেনবার্গকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করেছেন গোয়েন্দারা।

পুলিশের তথ্য অনুযায়ী, চিকিৎসক গত ২০ এপ্রিল প্রিন্সকে ফেন্টানিল গ্রহণের পরামর্শ দিয়েছিলেন। এর একদিন পরই মারা যান তিনি। ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী, প্রিন্স নিজের উদ্যোগেই ফেন্টানিল গ্রহণ করেছিলেন। এটি হেরোইনের চেয়ে অনেক গুণ বেশি শক্তিশালী।

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, জুন ০৪, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।