ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অরল্যান্ডোর ভুক্তভোগীদের জন্য তাদের গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, জুলাই ১০, ২০১৬
অরল্যান্ডোর ভুক্তভোগীদের জন্য তাদের গান (বাঁ থেকে) জেনিফার লোপেজ, ব্রিটনি স্পিয়ার্স ও সেলেনা গোমেজ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোতে সমকামীদের নাইট ক্লাবে বন্দুক হামলায় ভুক্তভোগীদের জন্য অর্থতহবিল সংগ্রহের লক্ষ্যে নতুন নতুন গান বাঁধছেন বিখ্যাত সংগীতশিল্পীরা।

গায়িকা জেনিফার লোপেজ দ্বৈত গানের জন্য হাত মিলিয়েছেন ব্রডওয়ে তারকা লিন-ম্যানুয়েল মিরান্ডার সঙ্গে।

তারা গাইবেন ‘লাভ মেক দ্য ওয়ার্ল্ড গো রাউন্ড’ শিরোনামের গান। টুইটারে এ ঘোষণা দিয়ে ৪৬ বছর বয়সী লোপেজ লিখেছেন, ‘আমি ও লিন-ম্যানুয়েল স্টুডিওতে খুবই বিশেষ একটা কাজ করছি। ’

এদিকে ৩৬ বছর বয়সী লিন-ম্যানুয়েল টুইটারের মাধ্যমে গানটির প্রিভিউ শেয়ার করে লিখেছেন, ‘জেলোর এই নতুন সুর থেকে প্রাপ্ত অর্থ দেওয়া হবে হিস্প্যানিক ফেডারেশনের সমোস অরল্যান্ডো পদক্ষেপে সহায়তা প্রদানের জন্য। অল্প একটু শুনে দেখুন। ’

এদিকে অরল্যান্ডো ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্তদের জন্য ‘হ্যান্ডস’ শিরোনামের আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন লোপেজ। নতুন গানটিতে থাকছে ২৪ জন শিল্পীর কণ্ঠ। অন্যদের মধ্যে উল্লেখযোগ্য মার্কিন গায়িকা ব্রিটনি স্পিয়ার্স, পিঙ্ক, সেলেনা গোমেজ, জেন স্টেফানি, মেগান ট্রেইনর, ম্যারি জে ব্লিজ, গায়ক জেসন ডিরালো, জুয়ানেস।

ইন্টারস্কোপ রেকর্ডস থেকে প্রকাশিত ‘হ্যান্ডস’ গানটির কথা ভেবেছেন সংগীতশিল্পী জাস্টিন ট্র্যান্টার। পপতারকা জাস্টিন বিবারের ‘সরি’ গানের সহ-গীতিকার তিনি। এ ছাড়া সেলেনা গোমেজ, ডিএনসিই, ফল আউট বয় ও জেন স্টেফানির গাওয়া গানেও তার অংশগ্রহণ ছিলো।

‘হ্যান্ডস’ আসবে আইটিউন্সে। এটি বিক্রির লভ্যাংশ ব্যয় করা হবে ভুক্তভোগীদের পরিবারের চিকিৎসা, কাউন্সেলিং ও শিক্ষায়। এগুলো বন্টন করবে সেন্ট্রাল ফ্লোরিডার জিএলবিটি কমিউনিটি সেন্টার এবং গ্লাড।

গত ১২ জুন নাইট ক্লাবে ওমর মতিন নামের এক সন্ত্রাসীর গুলিতে ৪৯ জন মানুষ নিহত ও ৫৩ জন আহত হন। আমেরিকার ইতিহাসে এটাই সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, জুলাই ১০, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।