ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নারী জেমস বন্ড দেখতে চান ক্রিস্টেন স্টুয়ার্ট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৬
নারী জেমস বন্ড দেখতে চান ক্রিস্টেন স্টুয়ার্ট ক্রিস্টেন স্টুয়ার্ট

বিখ্যাত গোয়েন্দা জেমস বন্ড চরিত্রে এবার নারীদের নেওয়ার আহ্বান জানিয়েছেন হলিউড অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট। ২৬ বছর বয়সী এই অভিনেত্রীর মতে, এ চরিত্রে আবার পুরুষ কাউকে নিলে তা পানসে আর একেঘেয়ে মনে হতে পারে।

ব্রিটিশ অভিনেতা নিকোলাস হল্টকে নিয়ে নিজের নতুন ছবি ‘ইকুয়ালস’-এর প্রচারণার সময় ক্রিস্টেন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জেমস বন্ড প্রসঙ্গ চলে আসে। আয়ান ফ্লেমিংয়ের কালজয়ী চরিত্র জেমস বন্ড কোনো নারী পর্দায় ফুটিয়ে তুলছেন, এ দৃশ্য দেখার আগ্রহ প্রকাশ করেন তিনি।  

‘স্পেক্টর’ তারকা ড্যানিয়েল ক্রেগের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে নিকোলাস হল্টের নামও শোনা যাচ্ছে। এ নিয়ে তার ভাবনা কী? ২৬ বছর বয়সী এই তারকা বলেন, ‘সত্যি বলতে মনে হচ্ছে আমি এখনও এর যোগ্য হইনি। এ ক্ষেত্রে আমি ভোট দেবো ইডরিস অ্যালবার পক্ষে। ’

শোনা যাচ্ছে, ব্রিটিশ অভিনেতা স্টিভ হিডেলস্টনকে বন্ডের চরিত্রে ভাবা হচ্ছে। তবে বন্ড শুধু শ্বেতাঙ্গই হতে হবে, কৃষ্ণাঙ্গ অভিনেতা কিংবা কোনো অভিনেত্রীকে বন্ড চরিত্রে নেওয়া যাবে না- এসবের পক্ষে থাকা সমালোচকদের একহাত নিয়েছেন ক্রিস্টেন। তিনি বলেন, ‘ছেলেদের বন্ড চরিত্রে দেখতে দেখতে একঘেঁয়েমি এসে গেছে। ’

কীভাবে নারী চরিত্রটি যুক্ত হতে পারে সেই ভাবনা নিয়ে ক্রিস্টেন স্টুয়ার্ট বলেন, ‘বন্ডকন্যা হিসেবে শুরু করুন, তারপর ধরে নিন ইনি শুধুই প্রেমিকা। এরপর দর্শক ধরে নেবে, সে-ই আসলে বন্ড। ’

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।