ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

এমাকে বিয়ে করতে চেয়েছিলেন মাইকেল জ্যাকসন!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
এমাকে বিয়ে করতে চেয়েছিলেন মাইকেল জ্যাকসন! মাইকেল জ্যাকসন ও এমা ওয়াটসন

কে না জানতো প্রয়াত পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবন ছিলো বর্ণিল আর বিতর্কে মোড়া। এবার তার সবচেয়ে মজার একটি খবর বেরিয়ে এসেছে।

‘দিস ইজ ইট’ নামের একটি গ্রন্থে লেখক ড. কনরাড মারের জানিয়েছেন, ‘হ্যারি পটার’ তারকা এমা ওয়াটসনের প্রতি বুঁদ ছিলেন জ্যাকসন! আরও চমকপ্রদ ব্যাপার হলো, প্রেমে পড়ে এমাকে বিয়ে করতেও চেয়েছিলেন মাইকেল।

অতিরিক্ত ওষুধের বিষক্রিয়ায় জ্যাকসনের মৃত্যুর পেছনে অনিচ্ছাকৃত হলেও দোষী সাব্যস্ত হওয়ায় চার বছর জেল হয় কনরাড মারের। এর মধ্যে দুই বছর কারাগারে ছিলেন তিনি। বিষয়টি নিয়ে ৬৩ বছর বয়সী এই চিকিৎসকের অনুশোচনার শেষ নেই।

মারের দাবি, ব্রিটিশ তারকা এমা বলতেই অজ্ঞান ছিলেন জ্যাকসন। ২০০১ সালে ১১ বছর বয়সে প্রথম ‘হ্যারি পটার’ ছবিতে অভিনয় করেন এমা। তখনই তাকে বিয়ে করতে চেয়েছিলেন মাইকেল। তবে তার আগে হ্যারিয়েটের পাঁচ বছর বয়সে তার প্রেমে পড়েন তিনি।

বিয়ের পাত্রী হিসেবে জ্যাকসনের প্রথম পছন্দ ছিলেন ‘অলিভার!’ তারকা মার্ক লেস্টারের ১২ বছর বয়সী কন্যা হ্যারিয়েট। তবে এমাকে দেখার পর তিনি সিদ্ধান্ত নেন, হ্যারিয়েট প্রস্তাব ফিরিয়ে দিলে এমাকে বেছে নেবেন স্ত্রী হিসেবে। লস অ্যাঞ্জেলেসে ৬০ হাজার পাউন্ডে ভাড়া নেওয়া জ্যাকসনের বাড়িতে এমার আদলের একটি কাগজের মূর্তি ছিলো।

জ্যাকসনের তার চিকিৎসক হিসেবে তিন বছর দায়িত্ব পালন করেন কনরাড মারে। টাকার জন্য বইটি লেখেননি বলে দাবি তার। পপসম্রাটই নাকি তাকে এমন একটি বই লিখতে উদ্বুদ্ধ করে গেছেন। নিজের গল্প বিশ্ববাসীকে জানাতে চেয়েছিলেন তিনি। এ বইতে তার উদ্ভট ও অদেখা সব বিষয় তুলে ধরা হয়েছে।

২০০৯ সালে মারা যান মাইকেল জ্যাকসন। তখন তার বয়স হয়েছিলো ৫০ বছর। জীবদ্দশায় তার গানের ৪০ কোটি কপি বিক্রি হয়। মৃত্যুর আগে ‘দিস ইজ ইট’ শিরোনামে ধারাবাহিক কনসার্ট করার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। ওই কনসার্টের সময়ই হ্যারিয়েটের বাবা লেস্টারের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যেতে কনরাড মারেকে বলেন জ্যাকসন।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।