ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কতো আয় করলো ‘কাবালি’?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
কতো আয় করলো ‘কাবালি’? রজনীকান্ত

রজনীকান্ত অভিনীত ‘কাবালি’ ছবিটি মুক্তি উপলক্ষে চেন্নাই ও বেঙ্গালুরুর বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের ছুটি ঘোষণা। অন্যদিকে এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে দক্ষিণের জনপ্রিয় এই অভিনেতার পছন্দের সব খাবার বিতরণ করা হয়েছে।

এ ছাড়া ঘটেছে চমকে দেওয়ার মতো আরও কিছু ঘটনা।

একজন নায়কের একটি সিনেমা মুক্তিকে কেন্দ্র করে এতো আয়োজন আসলেই চোখে পড়ার মতো। তবে সবকিছু ছাপিয়ে এখন সবার প্রশ্ন- কতো আয় করলো ‘কাবালি’? শুক্রবার (২২ জুলাই) বিশ্বব্যাপী ৫ হাজারেরও বেশি পর্দায় তামিল, তেলেগু ও হিন্দি ভাষায় মুক্তি পায় ছবিটি।

শোনা যাচ্ছে, প্রথম দিনেই বাজিমাত করেছে রজনীকান্তের অভিনয়। তামিল ছবির বক্স অফিস ইতিহাসে আয়ের নতুন রেকর্ড গড়তে চলেছে এটি। তামিলনাড়ু, কর্ণাটক ও বাইরের কয়েকটি দেশে প্রথমদিনের আয় অতীতের যেকোনো তামিল সিনেমা থেকে বেশি বলে মনে করছেন বক্স অফিস বিশ্লেষকরা।  

বক্স অফিস বিশ্লেষক তরণ আদর্শ টুইটারে লিখেছেন, “বিশ্বব্যাপী প্রথম দিনের আয়ের দিক থেকে সকল ভারতীয় সিনেমার রেকর্ড ভেঙে দেবে ‘কাবালি”।

এদিকে প্রাথমিক হিসেবে ধারণা করা হচ্ছে, প্রথম দিনে বিশ্বব্যাপী ৪০ কোটি রুপি আয় করেছে ‘কাবালি’। যদিও নির্মাতারা এর সত্যটা এখনও জানাননি। এমনটা হলে এটিই হবে রজনীকান্ত অভিনীত কোনো সিনেমার প্রথমদিনের সর্বোচ্চ আয়। এর আগে তার সিনেমার প্রথমদিনের সর্বোচ্চ আয় ছিলো ৩৭ কোটি রুপি।

‘কাবালি’ নির্মাণে ব্যয় হয়েছে ১০০ কোটি রুপি। মুক্তির আগেই থিয়েটার, অডিও ও স্যাটেলাইট স্বত্ব বিক্রি করে ২২৫ কোটি আয় করেছে পিএ রণজিথ পরিচালিত ছবিটি।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
বিএসকে/এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।