ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শাহরুখকে আয়কর বিভাগের নোটিশ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
শাহরুখকে আয়কর বিভাগের নোটিশ শাহরুখ খান

ভারতের বাইরে বারমুডা, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড ও দুবাইয়ে লগ্নিকৃত বিনিয়োগের বিস্তারিত তথ্য জানাতে বলিউড বাদশা শাহরুখ খানকে নোটিশ দিয়েছে ভারতের আয়কর বিভাগ। তবে তার বৈদেশিক সম্পত্তির পেছনে অপ্রকাশিত সম্পদের ব্যাপারে নির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া গেছে কি-না তা পরিষ্কার নয়।

ভারতের একটি জনপ্রিয় দৈনিককে সংশ্লিষ্ট একজন জানিয়েছেন, আয়কর আইনের ১৩১ ধারায় নোটিশ পাঠানো হয়েছে শাহরুখকে। কোনো ব্যক্তির বিনিয়োগ ও আয়ের ব্যাপারে সন্দেহ হলে তা তদন্ত করে দেখতে পারে আয়কর কর্তৃপক্ষ। বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারের মালিকানা প্রকাশ করতে হবে ৫০ বছর বয়সী এই অভিনেতাকে। এগুলোর নীতি নির্ধারক ও পরিচালকদের সম্পর্কে তথ্য বের করে আনাই কর কর্মকর্তাদের লক্ষ্য।

সম্প্রতি অনেক ভারতীয়র অন্য দেশে বিনিয়োগের পাহাড়সম তথ্য পেয়ে অনুসন্ধান করছে কর কর্তৃপক্ষ। এর মধ্যে তারকাদের বিদেশি বিনিয়োগও খতিয়ে দেখা হচ্ছে। সম্প্রতি ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস কেলেঙ্কারি (পানাম পেপারস কেলেঙ্কারি নামে পরিচিত) বিতর্কের পর থেকে বলিউড তারকাদের বিদেশি বিনিয়োগ যাচাই-বাছাই করা হচ্ছে।

কর কর্মকর্তাদের উদ্দেশ্য, ইনকাম ডিক্লারেশন স্কিমের (আইডিএস) আওতায় আসার জন্য বিত্তবানদেরকে মনে করিয়ে দেওয়া। এর মাধ্যমে অপ্রকাশিত সব সম্পদের তথ্য দেওয়ার সুযোগ রয়েছে অর্থ মন্ত্রণালয়ে।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।