ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আসছে নয় ‘তরুণ তুর্কি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
আসছে নয় ‘তরুণ তুর্কি’

দৈনন্দিন জীবনে এখানে-সেখানে নানান সমস্যা সমাধানে এগিয়ে আসে বিভিন্ন পেশার নয় তরুণ। তাদের কেউ শিক্ষক, কেউবা ছাত্র, আবার কেউ গায়ক।

ভিন্ন ভিন্ন পেশার নয় তরুণ-তরুণীকে ঘিরে তৈরি হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘তরুণ তুর্কি’।

নাটকটিতে নয় তরুণ-তরুণী হিসেবে আছেন এফএস নাঈম, অ্যালেন শুভ্র, তৌসিফ মাহবুব, স্পর্শীয়া, ফারহান আহমেদ জোভান, তাসনুভা তিশা, আঁচল হোসেন,শামীম হাসান সরকার ও সজল।

নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন ইমরায়ল রাফাত। মঙ্গলবার (২৬ জুলাই) সকালে তিনি বাংলানিউজকে বলেন, ‘১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বেশিরভাগ মুক্তিযোদ্ধার বয়স ছিলো ১৬-৩০ বছর। সেই তরুণ মুক্তিযোদ্ধাদের চেতনায় অনুপ্রাণিত হয়ে এ সময়ের তরুণরা দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে। আমাদেরকে প্রতিনিয়ত সমাজের নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে হয়। এ ক্ষেত্রে তরুণদেরকেই এগিয়ে আসতে হবে। তাদের দিকেই তাকিয়ে থাকে দেশ। সেই ভাবনা থেকে তরুণ-তরুণীদের উদ্বুদ্ধ করতেই নাটকটি বানিয়েছি। ’

পরিচালক জানান, সোমবার নাটকটির একটি প্রোমোর চিত্রায়ন হয়েছে। এতে অপরাজেয় বাংলার আদলে দাঁড়িয়েছেন অভিনয়শিল্পীরা। এআইবিইউটি ইউনিভার্সিটিতে ধারাবাহিকটির প্রথম ধাপের চিত্রায়ন হচ্ছে। শিগগিরই এনটিভিতে শুরু হবে ‘তরুণ তুর্কি’ নাটকটি।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬ 
টিএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।